1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাহেদের গ্রেফতার ও জনপ্রত্যাশা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান

সাহেদের গ্রেফতার ও জনপ্রত্যাশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১৮৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

অবশেষে সেই স্বস্তির খবরটি পাওয়া গেল। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। কয়েকদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। করোনাচিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ যা করেছে তা অচিন্ত্যনীয় এবং অমার্জনীয় অপরাধ। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিই প্রত্যাশা করে দেশের মানুষজন।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছিল সাহেদের রিজেন্ট হাসপাতাল। হাসপাতালে ও বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০ হাজার নমুনা সংগ্রহ করেছিল রিজেন্ট। বিনিময়ে তারা জনপ্রতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা নিতেন। বাড়িতে গিয়ে সংগ্রহ করলে এক হাজার টাকা বেশি নেয়া হতো। এর মধ্যে মাত্র ৪ হাজার ২০০টির মতো নমুনা পরীক্ষা করে হাসপাতালটি। পরীক্ষা না করেই বাকি ৬ হাজারের মতো নমুনার রিপোর্টই মনগড়াভাবে তৈরি করে দেয় সাহেদের রিজেন্ট হাসপাতাল।

করোনা আক্রান্ত রোগীদের আবেগ নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করায় গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করে র‌্যাব। সোহেদের নামে রয়েছে ডজনখানেকেরও বেশি মামলা। সাহেদের বিরুদ্ধে অভিযোগের কোনো অন্ত নেই। দেশের বিশিষ্টব্যক্তিদের সাথে ছবি তোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করতো সে। এটাকেই বেছে নিয়েছিল প্রতারণার হাতিয়ার হিসেবে।

এ ধরনের একজন প্রতারক এতদিন ধরে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে ফাঁকি দিতে পারলো সেটি এক বিরাট প্রশ্ন। এই সাহেদদের খুঁটির জোর কোথায় সেটি খুঁজে বের করতে হবে। কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এতদূর নিয়ে এসেছে এ ব্যাপারেও চালাতে হবে অনুসন্ধান। গ্রেফতারের পর সাহেদ হুমকি দিয়েছে, ‘৬ মাস পর বের হয়ে আসছি’- এ ধরনের দম্ভোক্তি করার সাহস এরা পায় কোথায়? এদের সমূলে উপড়ে ফেলতে না পারলে বড় ক্ষতি হয়ে যাবে। সাহেদের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্তদের মামলা করার ব্যাপারে আইনি সহায়তার কথা বলেছে র‌্যাব। এটা ইতিবাচক।

গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রতারকরা সবসময় কোনো না কোনো ফাঁকফোকর বের করে নেয়। সে জন্য আমাদের নিরাপত্তা বাহিনীও সবসময় সজাগ থাকে। আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। যেদিনই প্রতারকরা প্রকাশিত হচ্ছে, তখনই আমরা তাকে ধরছি। প্রতারকরা কেউ বাদ যাবে না, এই জায়গায় আমরা শক্ত অবস্থানে আছি।’ এই কথার বাস্তব প্রতিফলন দেখতে চায় মানুষজন। সমাজে যেন আর কোনো সাহেদের জন্ম না হয় নিশ্চিত করতে হবে সেটিও।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট –| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে,)
জাতীয় প্রেস ক্লাব ঢাকা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম