রফিকুল ইসলাম: কর্যে হাসানাহ কি? কর্যে হাসানাহ হলো উত্তম ধার। এক মুমিনের
বিপদে আরেক মুমিন ধার দিবে।
কর্যে হাসানার পদ্ধতি সম্পর্কে মহান আল্লাহ্
সুরা বাকারার ২৮২ নং আয়াতে বিশদ বর্নণা
করেছেন। সেখানে বলা হয়েছে কর্যে হাসানাহ
লিখিত হতে হবে।কমপক্ষে দুজন পুরুষ সাক্ষি অথবা
একজন পুরুষ এবং দুজন মহিলা সাক্ষির উপস্হিতিতে
সম্পাদন করতে হবে।যাতে গ্রহিতা অস্বীকার না যান।
কুরআনের কয়েকটি আয়াতে বর্নণার মাধ্যমে আল্লাহ্
কর্যের গুরুত্ব তুলে ধরেছেন। আয়াত গুলি সূরা হাদীদের
১১ আয়াত সূরা মুজাম্মিলের ৪০ নং আয়াত।
এখন হাদিসে কি বলেছেন প্রিয় নবী মোস্তফা স: বলেছন:
মুসলিম শরীফে বর্নিত আছে যে ব্যক্তি কোন মুমিনের
বিপদ দূর করবেন কিয়ামতের দিন আল্লাহ্ তার বিপদ দূর করবেন।
মেরাজে গিয়ে রাসূল স: দেখলেন জান্নাতের দরজায় লেখা আছে কেউ কোন মুমিন বান্দার বিপদ দূরিকরণের জন্য কাউকে কর্যে হাসানাহ দিলে এই দরজা দিয়ে কর্যদাতা বেহেশতে প্রবেশ করিবে।( সূত্র:ইবনে হিশাম )
সামাজিক ভাবে কর্যহাসানাহ বিস্তারে একদল যুবক নিজেরা ফান্ড গঠন করে কার্যক্রম চালু করতে পারে।
ধরুন ৫০ জন এক হাজার করে দিলে ৫০০০০/
টাকা হবে।নির্দিষ্ট সময়ের জন্য ধার দিবেন তারা।
এক্ষেত্রে ভালো এবং সৎ ব্যক্তিদের পাশে দাড়ান।
অসৎ ব্যক্তিদের কর্য হাসানাহর নিষেধ করা হয়েছে।কর্য হাসানাহ ফাউন্ডেশন গঠন করতে পারেন। বিপদের উচ্চ চূড়ায় যখন মানুষ পরে তখনই চড়া সুদে টাকা নেন।
এরকম বিপদ গ্রস্হ ব্যক্তির পাশে দাড়ার সুযোগ করে দিন মহান আল্লাহ্।
প্রতিটি পাড়ায় আল্লাহ্ যুবক ভাইদের এরকম ব্যতিক্রম ও প্রসংশনীয় উদ্যোগ গ্রহণের তাওফীক দিন; আমীন।