নিজস্ব প্রতিবেদক :
আজ কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়ে সেইভ দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন কুমিল্লার সিভিল সার্জন মহোদয় ডাঃ নিয়াতুজ্জামান।উক্ত বৃক্ষরোপন কর্মসুচীতে উপুস্থিত ছিলেন সেইভ দ্যা হিউম্যানিটির সপ্নদ্রষ্টা মানবতার ফেরিওয়ালা,কুমিল্লায় প্রথম ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্ভাবনকারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্ট এর সম্মানিত সদস্য এডভোকেট বদিউল আলম সুজন। ইতোমধ্যে তিনি করোনা মহামারীকালিন সময় শুরু থেকেই দক্ষিন কুমিল্লার মানুষের পাশে থেকে অনন্য অবদান রেখে যাচ্ছেন।এছাড়াও উপুস্থিত ছিলেন সেইভ দ্য হিউম্যানিটি মহানগর টিমের অন্যতম সমন্নয়ক মানবতাবাদী আব্দুল হান্নান ও কুমিল্লা আইনজীবী সমিতির ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট মনির হোসেন পাটোয়ারী, উত্তর জেলার সাবেক ছাত্রনেত এডভোকেট ওবায়দুল উল্ল্যাহ সরকার, পার্বত্য বাংগালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো ইব্রাহিম মুনির, ট্রাষ্ট ল’ চেম্বারের সদস্য ইব্রাহিম খলিল শরিফ, প্রিয় ভাই নিজাম উদ্দিন, আমিন উদ্দিন,ছোট ভাই মাসুমসহ আরোও অনেকে। সিভিল সার্জন সেইভ দ্যা হিউম্যানিটির উজ্জ্বল ভবিষ্যত কামনা করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।