শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় পরিবহন শ্রমিকদের মাঝে ঈদের উপহার বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বৃহস্পতিবার সকালে নয়াগাঁও গ্রামের অর্ধশত পরিবহন শ্রমিকদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন একই গ্রামের সমাজসেবক জজ মিয়া মোল্লা ও চেঙ্গাকান্দির হাজী আলম চাঁন মোল্লা। উপহার সামগ্রীর মধ্যে ছিল, একটি করে পাঞ্জাবি ও ১০ কেজি করে মিনিকেট চাল। ঈদের অাগে এসব উপহার সামগ্রী পেয়ে খুশি পরিবহন শ্রমিকরা। তারা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের প্রতি কৃতজ্ঞতা জানান।