৯৮ বছর আগে আজকের এই দিনে প্রকাশিত হয়,
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
যুগস্রষ্টা সংবাদপত্র , গণমুখী সাংবাদিকতার পথিকৃত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু ।
“ হপ্তায় দু ‘ বার দেখা দেবে “ এই ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে ধূমকেতু “জামাধরা ধামাধরা “ সাংবাদিকতা ও লুকুপুতু মার্কা সাহিত্যের খোলনলচে আমূল পাল্টে দেয় ।
কয়েকটি গুরুত্বপূর্ণ কথা :
১ . ধূমকেতু নজরুল সম্পাদিত প্রথম পত্রিকা যার উদ্যোক্তা ও মালিক ছিলেন কবি নিজে ।
২ . উপমহাদেশের প্রথম কবি ও সম্পাদক নজরুল , যিনি ১৩ অক্টোবর ১৯২২ সংখ্যা ধূমকেতুতে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবী করেন :
“ সর্ব্ব প্রথম ‘ ধূমকেতু ‘ ভারতের পূর্ণ স্বাধীনতা চায় “ ।
— নজরুল যখন এ কথা লেখেন , তখন পর্যন্ত “স্বাধীনতা “ উচ্চারণ করাও ছিল পাপ । স্বাধীনতার কথা বলে রাজনীতিবিদ মওলানা হাসরত মোহানী গান্ধীর মহাবকুনী খেয়েছিলেন ।
৩ . ১৯২২ , ২৬ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়
“ আনন্দময়ীর আগমনে “ । এই কবিতা লেখা ও ছাপার দায়ে ৮ নভেম্বর ১৯২২ , ধূমকেতু কার্যালয়ে হামলে পড়ে পুলিশ ।
৪ . ১৯২২ এর ২৩ নভেম্বর কুমিল্লা থেকে কবিকে গ্রেফতার করে পুলিশ ।
৫ . ১৯২৩ , ১৬ জানুয়ারি বিট্রিশ আদালত কবিকে এক বছরের সশ্রম কারাদন্ড দেয় ।
৬ . ২২ ফেব্রুয়ারি ১৯২৩ , কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর
“ বসন্ত “ নাটিকা উৎসর্গ করেন নজরুলকে ।
৭ . নজরুলের কারামুক্তি ঘটে , ১৫ ডিসেম্বর ১৯২৩ ।
৮ . ধূমকেতুর টিকে ছিল ৫ মাস ১৬ দিন ।
৯ . মোট প্রকাশিত সংখ্যা : ৩২
১০ . শেষ সংখ্যা : ২৭ জানুয়ারি ১৯২৩
১১ . প্রতি সংখ্যার মূল্য : ১ আনা ।
১২ . বার্ষিক মূল্য : ৫ টাকা ।
১৩ . আকার : ক্রাউন ১৫” বাই ২০” ।পৃষ্ঠা ১৬ ।
১৪ . কাগজ : সাধারণ নিউজ প্রিন্ট
১৫ . রবীন্দ্রনাথের আশীর্বানী :
“ কাজী নজরুল ইসলাম কল্যানীয়েষু
আয় চলে আয় , রে ধূমকেতু ….. “
১৬ . শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুভ কামনা জানিয়ে লিখলেন : “ কল্যানীয়েষু ,
তোমার কাগজের দীর্ঘজীবন কামনা করিয়া
তোমাকে একটিমাত্র আশির্বাদ করি , যেন
শত্রু-মিত্র নির্ব্বিশেষে নির্ভয়ে সত্য কথা
বলিতে পার । তার পরে ভগবান তোমার
কাগজের ভার আপনি বহন করিবেন ।”
ধূমকেতুর সাথে এক টেবিলে বসার মতো সংবাদপত্র ব্রিটিশ যুগেও ছিল না , আজকের বাংলাদেশে
তো নাই-ই।
শুধুমাত্র একটি সাপ্তাহিকের নাম নেয়া যায় , সেই সংবাদপত্র , মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর “ হক-কথা “ ।