বিশেষ প্রতিবেদকঃ মাহি আল ফয়সাল খান –
প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ স্মরণে জাতীয় জনতা ফোরাম গৃহিত ৩ দিনের কর্মসূচীর ২য় দিনে আজ ২৬ আগস্ট বুধবার এতিম মাদ্রাসার ছাত্র দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।
দ্বিতীয় দিন রাত এশার নামাজের পর মাদ্রাসায় এতিম অসহায় দুস্থ কাকরাইল দারুল উলুম মাদ্রাসায় ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, মাদ্রাসার মুহতামিম হয়রত মাওলানা যোবায়ের আহমদ – শিক্ষক মাওলানা রশীদ আহমদ, শিক্ষক মাওলানা আবদুল লতিফ, শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষক মাওলানা তোফায়েল আহমেদ প্রমুখ।
এতে মোনাজাত পরিচালনা করছেন মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা যোবায়ের আহমদ।
ড. এমাজউদ্দীন আহমদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন, প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ ছিলেন জাতীর অভিভাবক। তিনি তার মেধাকে প্রয়োগ করেছেন দেশ-জাতির কল্যাণে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কথা বলতেন, লিখেতেন। জাতির ক্রান্তিকালে তিনি থাকবেন আলোকবর্তিকা হিসাবে।