নিজস্ব প্রতিবেদক : শ্যামল বাংলা ডট নেট:
করোনাভাইরাসের কারণে ঝুঁকিতে শিশু, আশঙ্কা করা হচ্ছে এ মহামারির কারণে বিশ্ব জুড়ে শিশু শ্রম মারাত্মকভাবে বেড়ে যাবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ সংকটে আরও লাখ লাখ শিশুকে শিশু শ্রমে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা গত ২০ বছরের অগ্রগতির পর প্রথম। উক্ত কথা গুলো বলেন জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ।
অলিদ তালুকদার বলেন ‘কোভিড-১৯ ও শিশু শ্রম: সংকটের সময়, পদক্ষেপের সময়’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী ২০০০ সাল থেকে এ পর্যন্ত শিশু শ্রম ৯ কোটি ৪০ লাখ কমেছে, কিন্তু এই অর্জন এখন ঝুঁকির মুখে।
তিনি বলেন প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে শিশুদের হয়তো আরও বেশি কর্মঘণ্টা কাজ করতে হচ্ছে বা তাদের আরও খারাপ পরিবেশে কাজ করতে হতে পারে। তাদের মধ্যে আরও বেশি শিশু হয়তো ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত হতে বাধ্য হবে, যা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকির কারণ হবে।
১৯ আগস্ট ২০/ বুধবার সকাল ১০ টায় সেগুনবাগিচা সেগুন রেস্তোরাঁয় জাতীয় জনতা ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় উপরুক্ত কথাগুলো বলেন মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ সপ্নীল সরকার, যুগ্ম আহবায়ক সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মানবাধিকার সংগঠক শাহ নেওয়াজ বুলবুল, সদস্য মোক্তার হোসাইন, ইকবাল হাসান মাহমুদ, জহির রায়হান সুমন, আতিকুর রহমান চৌধুরী শামীম, আফজাল হোসাইন কাসেম প্রমুখ। উক্ত আলোচনা সভায় প্রফেসর ডক্টর ইমেরিটাস এমাজউদ্দীন আহমদ এর শোক সমবেদনা জ্ঞাপন করে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী সেপ্টেম্বর মাসে এমাজউদ্দীন আহমদ স্বরণে একটা জাতীয় স্বরণ সভা অনুষ্ঠিত হবে ।
অলিদ তালুকদার বলেন আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেছেন, ‘মহামারি পারিবারিক আয়ে বিপর্যয় নিয়ে আসায় কোনও সহায়তা না পেয়ে অনেকেই শিশু শ্রমে নিয়োজিত হতে বাধ্য হবে।
উক্ত প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ এর ফলে দারিদ্র্য বেড়ে গিয়ে শিশু শ্রম বাড়াবে। কারণ বেঁচে থাকার জন্য পরিবারগুলো সম্ভাব্য সব উপায়ে উপার্জনের চেষ্টা করবে। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, ‘সংকটের সময় অনেক পরিবারই টিকে থাকার কৌশল হিসেবে শিশু শ্রমকে বেছে নেয়। মানসম্পন্ন শিক্ষা, সামাজিক সুরক্ষা সেবাসহ আরও ভালো অর্থনৈতিক সুযোগ ইতিবাচক এই পরিবর্তনের নিয়ামক হয়ে উঠতে পারে।
অলিদ তালুকদার আরও বলেন বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটি আইনেন বলেছেন, ‘বর্তমান সংকটের আগ পর্যন্ত বাংলাদেশ শিশু শ্রম হ্রাসে দারুণ কাজ করে আসছিল। চলমান মহামারির কারণে এই অর্জন যেন ভেস্তে না যায় তা নিশ্চিত করতে অন্য যে কোনও সময়ের তুলনায় আরও বেশি সমন্বিতভাবে কাজ করতে হবে।’
এদিকে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি তোমো হোযুমি বলেন, ‘সবচেয়ে অসহায় শিশুদের জীবন, আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের উপর কোভিড-১৯ মহামারি নেতিবাচক প্রভাব ফেলেছে। স্কুল বন্ধ ও পরিবারের আয় কমে যাওয়ায় অনেক শিশুর জন্য শ্রমে যুক্ত হওয়া এবং বাণিজ্যিকভাবে যৌন নিপীড়নের শিকার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।’
অলিদ তালুকদার বলেন- মহামারির এই সময়ে স্কুল বন্ধ থাকায় শিশু শ্রম বাড়ার প্রমাণ ধারাবাহিকভাবে আসছে। বিশ্বের ১৩০টির বেশি দেশে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে ১০০ কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমনকি যখন আবার ক্লাস শুরু হবে তখন অনেক বাবা-মায়ের হয়তো তাদের সন্তানকে স্কুলে দেওয়ার সক্ষমতা হারাবেন। ফলে আরও অনেক শিশু বঞ্চনামূলক ও ঝুঁকিপূর্ণ কাজে যোগ দিতে বাধ্য হবে।
অলিদ তালুকদার বলেন এই প্রতিবেদনে শিশু শ্রম বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। সেগুলোর মধ্যে অধিকতর সমন্বিত সামাজিক সুরক্ষা, দরিদ্র পরিবারের জন্য সহজে ঋণ পাওয়ার সুযোগ, বড়দের মানসম্মত কাজের সুযোগ বৃদ্ধি, স্কুলের বেতন বাতিলসহ শিশুদের স্কুলে ফেরা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, শ্রম পরিদর্শন ও আইন প্রয়োগে সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোও রয়েছে।