1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম আনোয়ারায় বাপ দাদার মীমাংসিত জায়গায় সাংবাদিক পরিবারকে হয়রানী অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ৫ ‘শ শীতবস্ত্র বিতরণ নবীনগরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়ি থেকে একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ–দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন ঠাকুরগাঁওয়ে আন্ত–ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

চট্টগ্রাম আনোয়ারায় বাপ দাদার মীমাংসিত জায়গায় সাংবাদিক পরিবারকে হয়রানী অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৫০৯ বার

নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রামে আনোয়ারা উপজেলা ১নং বৈরাগ ইউনিয়নে বৈরাগ গ্রামে বাপ দাদার মীমাংসিত জায়গায় সাংবাদিক পরিবারকে হয়রানী করার অভিযোগ তুলেছে ভুক্তভোগী জাতীয় পত্রিকা গণকন্ঠের চট্টগ্রামের ষ্টার্ফ রিপোর্টার ও মানবধিকার কর্মী এস এম সালাহউদ্দীন। তিনি বলেন,আমার দাদারা নাজিরআলী গংরা তিন ভাই তাদের নামে আর এস খতিয়ান সৃজন আছে। পরবর্তীতে তাদের সন্তান মতিউর রহমান গংরা ৪ভাই মিলে যৌথ অর্থায়নের টাকা দিয়ে বড় ভাইকে সম্মান দিয়ে তাহার নামে জায়গা ক্রয় করেন। জায়গাগুলো সমান ৪ভাগে ভাইদের দখল দেন মতিউর রহমান। পরবর্তীতে তিনি জায়গাগুলো ভাইদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও অসুস্ত হলে তাহার বড় ছেলে কামালউদ্দিনকে জায়গাগুলো দিয়ে দেওয়ার অচিয়ত করে অকালে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে জায়গাগুলো নিয়ে বিরোধ দেখা দিলে মতিউর রহমানের বড় ছেলে কামালউদ্দিন বিরোধ মিটানোর চেষ্টা করেন এবং তাহার পিতার অচিয়ত অনুযায়ী ২০০৩ সালে একটি সালিশী বৈঠকের মাধামে বিষটি নিষ্পত্তি করতে বিজ্ঞ সালিশকার নিয়োগ করেন। সালিশকারগন সরেজমিন তদন্ত করে এবং এলাকার প্রবীন ব্যক্তিদের স্বাক্ষ্য গ্রহণ করে একটি সালিশী রোয়েদাদ প্রচার করেন। তখন রহিম উদ্দিন গং তারা আবারো অন্যায়ভাবে সালিশী রোযেদাদের বিরুদ্ধে মাননীয় ১ম শ্রেণীর হাকিমের আদালত সদর কোর্টে ২৮/২০০৩ নাম্বার মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত পর্যালোচনা করে নথিজাত ভুক্ত করার জন্য আদেশ প্রদান করেন।

পরবর্তীতে ২০০৮ সালে আবারো রহিম উদ্দিন গং পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে ১৫৮/০৮ মামলা দায়ের করেন। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে রহিমউদ্দিন গংরা তাদের দখলে থাকা জায়গাগুলোতে বিল্ডিং ও ঘর নিমার্ণ করেন। এমতাবস্থায় সাংবাদিক পরিবারটি তাদের দখলে থাকা জায়গায় নিমার্ণ কাজ শুরু করলে রহিম উদ্দিন তাহার ছেলে মোহাম্মদ লোকমান ও কিশোর গ্যাং এর সদস্য ইকরামকে নিয়ে সাংবাদিক পরিবারের দখলীয় জায়গার গাছ বাশঁ অন্যায়ভাবে কেটে ফেলে ও পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকী দেন।

এমতাবস্থায় সাংবাদিক এস এম সালাহউদ্দীন ১৩ই আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় রহিমউদ্দিনকে বিবাদী করে আনোয়ারা থানায় একটি অভিযোগ করলে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে উভয় জনের দখলীয় সম্পত্তিতে কাজ বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আদালতে নির্দেশ মানার জন্য বলেন। পরের দিন ১৪ই আগষ্ট (শুক্রবার) রহিমউদ্দিন আগের মিমাংসিত জায়গার দাগ দিয়ে মিথ্যা পাল্টা অভিযোগ করে সাংবাদিক পরিবারকে হয়রানী করার অভিযোগ দেন। এবং এলাকার মানুষের সামনে রহিমউদ্দিনের ছেলে লোকমান ও ইকরাম সাংবাদিক পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকী দেন। এব্যাপারে জজ কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ কায়সার বলেন, আদালতে বিচারাধীন বিষয়ে একমাত্র আদালতেই আদেশ দিতে পারবে। এবিষয়ে কোন সালিশকার বা কোন ব্যক্তি বিশেষ জোর করে বৈঠকে বসার আদেশ বা নির্দেশ দিতে পারে না। আদালতে বিচারাধীন বিষয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার পরিবেশ সৃষ্টি হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদালতে বিচারাধীন জায়গায় কোন পক্ষ জোর দেখিয়ে কাজ করলে আইনলঙ্ঘন হবে এবং সেটার জন্যও আইনি ব্যবস্থা রযেছে। এব্যাপারে আনোয়ারা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সাংবাদিক এস এম সালাহউদ্দীনের অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে বাদী বিবাদী উভয় জনকে বিরোধ সম্পত্তিতে কাজ না করার জন্য বলা হয়েছে। যেহেতু বিরোধকৃত সম্পত্তিগুলো বিচারাধীন সুতারাং বিচারের রায় পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যদি প্রাণনাশের হুমকীদেন তাহলে এবিষয়ে অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম