মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকাস্থ চৌদ্দগ্রাম সোনালী বন্ধন-৯৮ এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার পরদিন সংগঠনের সদস্য মনসুর আলী, নাসির উদ্দীন, মিজানুর রহমান রুপু ও আব্দুল হামিদ নিপুর পরিবারের সদস্যগণ অসুস্থ থাকায়, তাদের সকলের সুস্থতা কামনায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর জামিয়া মাদানীয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য কিছু (দুই বস্তা চাল, এক বস্তা আলু ও এক বস্তা ডাল) উপহার প্রদান করা হয়। এসময় অসুস্থ সকলের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সোনালী বন্ধন-৯৮ এর সভাপতি মো. আবু ইউসুফ রাশেদ, প্রধান উপদেষ্টা মো. মাহফুজ মজুমদার, সদস্য মো. সামছুল আলম ফরিদ, সোহেল রানা, খলিল রহমান, কামাল উদ্দিন ও আব্দুল হামিদ নিপু প্রমুখ। উল্লেখ্য, ঢাকাস্থ চৌদ্দগ্রাম সোনালী বন্ধন-৯৮ এর উদ্যোগে এর আগেও বিভিন্ন সময় গরীব-অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।