এফ এ নয়ন:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বলেন দুই চার জন পুলিশ সদস্যের কর্ম দিয়ে সমগ্র পুলিশবাহিনীকে বিচার করবেন না। পুলিশ বাহিনীতে এমন হাজারো সদস্য রয়েছেন যারা পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সংকটকালীন সময়ে মানুষের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আসুন আমরা পুলিশ সহ , রাষ্ট্রের সকল কর্মকর্তা-কর্মচারী যারা ভালো কাজ করছেন তাদের কাজগুলোর প্রশংসা করি এবং তাদের উৎসাহিত করি। তাহলে ভালো কাজের লোকের সংখ্যা বৃদ্ধি পাবে।তারপরও যারা খারাপ কাজ করবেন তাদের পরিণতি তারাই ভোগ করবেন। ব্যক্তি এবং প্রতিষ্ঠান এক নয়। ব্যক্তির জন্য প্রতিষ্ঠানকে দায়ী না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
এসময় তিনি কথাগুলো তার তার ফেসবুক ওয়ালে পোস্ট করলে মূহুর্তে তা ভাইরাল হয়। তিনি আরো বলেন আপনাদের যেকোনো অভিযোগ থাকলে সাথে সাথে নিকটস্থ থানায় জানাবেন এবং বিশেষ ক্ষেত্রে পুলিশ এর উর্দ্ধতন কর্মকর্তাকে ও জানাতে পারেন।