নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের মেটুয়া গ্রামের বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেটুয়া সমাজকল্যাণ পরিষদে’র ৬৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাঈন উদ্দীন’কে সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুহিব্বুল্লাহ আল হুসাইনী’কে সাধারণ সম্পাদক করে এই কমিটি চূড়ান্ত করা হয়।
সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোট ও সম্মিলিত বিবেচনায় এই নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শাহপরান, সিনিয়র সাধারণ সম্পাদক শাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, প্রচার সম্পাদক সামছুজ্জামান, সহ-প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মাহবুবুল আলম ও ১নং সদস্য আবদুল্লাহ আল মামুন’সহ মোট ৬৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, গত চার বছর ধরে কৌশলগত কারণে কমিটি বিহীন সংগঠন পরিচালিত হয়। যার মাধ্যমে দুই ঈদে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, দূর্যোগ তথা করোনা ও বন্যাকালীন সময়ে ত্রাণ বিতরণ, গরীব অসহায় ব্যক্তির বসত ঘর নির্মাণ, অস্বচ্ছল ও চিকিৎসাহীনকে অর্থ সহযোগিতা, ব্লাড ডোনেশন ব্যবস্থা, বার্ষিক মাহফিলের মতো অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই সামাজিক সংগঠন চমক দেখায়। যার ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতেও ভালো কিছু করার আশ্বাস দেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।