1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নামে আবাসিক কাজে বাণিজ্যিক! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো নেতা আমরা পেয়েছি নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নামে আবাসিক কাজে বাণিজ্যিক!

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫০২ বার

আবাসিক এলাকা হলেও বর্তমানে বাণিজ্যিক ব্যবহার বেড়েছে রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায়। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ডিআইটি প্রজেক্ট নামে পরিচিত আবাসিক এলাকাটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পুনর্বাসন প্রকল্পের আওতাধীন। এখানে ভবনের নকশাবহির্ভূত অংশ ও অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের জন্য অভিযানের আয়োজন করেও থেমে যায় রাজউক। তিন বছর ধরে বিভিন্ন সময় অবৈধ স্থাপনা অপসারণে এখানকার শতাধিক ভবন মালিককে নোটিশ দেয়া হয় কিন্তু তারা আমলে নেননি।

বর্তমানে এলাকাটির চিত্র দেখে বোঝাই যাবে না যে, এটি একটি আবাসিক এলাকা। বিভিন্ন ধরনের ঝক্কি-ঝামেলা এড়াতে এবং নিরিবিলি পরিবেশে বসবাসের জন্য যারা এই আবাসিক এলাকায় এসেছিলেন তারা এখন পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

কারণ, আবাসিক এলাকার মতো নীরবতা এখন সেখানে নেই। বাড়ির নিচতলায় গড়ে উঠেছে মার্কেট, দোকান। বলতে গেলে প্রায় প্রতিটি বাড়ির নিচতলায় রয়েছে বাণিজ্যিক দোকান, শো-রুম, এমনকি মার্কেটও। শুধু তা-ই নয়, পাশেই গড়ে উঠেছে একটি বড় পাইকারি ও খুচরা মাছের বাজার। মাছ বাজারের কারণে প্রতিদিনই সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এছাড়া পাশের প্রধান সড়ক ঘিরে গড়ে উঠেছে বড় বড় কাঠের দোকান, করাতকল (সমিল), স্টিলের ওয়ার্কশপ, গাড়ির ওয়ার্কশপ, বড় বড় হার্ডওয়ার ও ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্কশপ। বাণিজ্যিক এমন ব্যবহারের কারণে আবাসিকের কোনো সুবিধা পাচ্ছেন না অত্র এলাকার মানুষ।

শুধু তা-ই নয়, ডিআইটি প্রজেক্টের মধ্যে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল সংলগ্ন মাঠে প্রভাবশালীদের মদদে বসানো হয়েছে অস্থায়ী দোকান। ভ্যান ছাড়াও ত্রিপল টাঙিয়ে বেচাবিক্রি হচ্ছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ। ফলে এলাকার শিশু, কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, মাঠের বেশকিছু এলাকাজুড়ে অস্থায়ী দোকানগুলো বসানো হয়েছে। এসব দোকানের কারণে শিশু-কিশোররা অল্প জায়গা ব্যবহার করে খেলাধুলা করছে। যেটা তাদের জন্য পর্যাপ্ত নয়। মাঠটির বাকি স্থানে জমে আছে কাদাপানি।

রাজউক সূত্র জানায়, ডিআইটি প্রজেক্টের এই অংশে আবাসিক প্লটের সংখ্যা এক হাজার ২০০-এর কাছাকাছি। ২০১৮ সালের এপ্রিল মাসে অত্র এলাকায় ভবনের নকশাবহির্ভূত অংশ ও অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের জন্য অভিযানের আয়োজন করে রাজউক। হাইড্রোলিক এক্সকাভেটর, হাতুড়ি-শাবল নিয়ে শ্রমিকরাও প্রস্তুতি নেন। অননুমোদিত স্থাপনার মালিকদের দ্রুত জায়গা খালি করার জন্য বলা হয়। পরক্ষণেই আসে অভিযান স্থগিতের ঘোষণা।

উচ্ছেদ অভিযানের জন্য সবধরনের প্রস্তুতি নিলেও স্থগিত কেন হয়েছিল— এমন প্রশ্নে রাজউকের সেই সময়কার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বলেছিলেন, ‘অনিবার্য কারণে এই অভিযান স্থগিত করা হয়েছে। প্রজেক্ট এলাকার লে-আউট ম্যাপ নিয়ে মামলা আছে। আইনগতভাবে বিষয়টি সুরাহার পর আবার অভিযান চালানো হবে।’

কিন্তু পরে আর অভিযান পরিচালিত হয়নি। এই সুযোগে ডিআইটি প্রজেক্টের আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবহার বাড়তে শুরু করে। রাজউকের নিয়মকানুনের তোয়াক্কা না করে প্রায় প্রতিটি বাসার নিচতলায় দোকান, মার্কেট বসানো হয়। পাশেই গড়ে ওঠে কাঠের দোকান, মাছের বড় বাজার, টিম্বার, ইঞ্জিনিয়ারিং ও গাড়ির ওয়ার্কশপ, শো-রুমসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।

ডিআইটি প্রজেক্টে বসবাসকারী বেসরকারি চাকরিজীবী দেলোয়ার হোসেন বলেন, ‘নিরিবিলি বসবাসের জন্য ডিআইটি প্রজেক্ট এলাকায় এসে উঠেছিলাম। কিন্তু আবাসিক এলাকাটিতে এখন নিয়মবহির্ভূতভাবে বাণিজ্যিক ব্যবহার হচ্ছে। প্রায় প্রতিটি বাড়ির নিচে দোকান, মার্কেট বসেছে। নামে আবাসিক হলেও ব্যবহারের দিক থেকে বলা চলে এটি বাণিজ্যিক এলাকা। প্রতিনিয়ত এলাকাবাসী নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, অস্বস্তিতে দিন পার করতে হচ্ছে। অভিযোগ দিয়েও কোনো সমাধান মিলছে না কর্তৃপক্ষের কাছ থেকে।’

এলাকার অপর বাসিন্দা সোবহান শিকদার বলেন, ‘এলাকাটি দেখে বোঝার উপায় নেই যে, এটি কোনো আবাসিক এলাকা। এখানেই গড়ে উঠেছে বড় পাইকারি মাছের বাজার, যা থেকে প্রতিদিন দুর্গন্ধ ছড়ায়। আছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, কাঠের মিল, গাড়ির ওয়ার্কশপ। সবমিলিয়ে খুবই ভোগান্তিতে আছেন অত্র এলাকার মানুষ। শুধু তা-ই নয়, প্রতিটি বাড়ির নিচতলায় একটি করে মার্কেট বা দোকান বসানো হয়েছে। বাচ্চাদের খেলাধুলার জন্য বরাদ্দ মাঠেও বসানো হয়েছে অস্থায়ী বাজার, দোকান। এসব দেখার যেন কেউ নেই!’

‘আবাসিক এলাকার পরিবেশ তো আবাসিকের মতোই হওয়া উচিত। এটা ভেবেই এখানে যারা বসবাস করতে এসেছেন তারাই পড়েছেন বিপদে। কারণ, আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে’— যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম