বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশের সাংস্কৃতিক পাড়া প্রতিবারই ঈদ আয়োজনে জমজমাট থাকলেও করোনার প্রভাব অনেকটায় নাজেহাল করে দিয়েছে লাইট ক্যামেরার অ্যাকশনের ঝলমলে দুনিয়ায়। সাস্থ্যবীধি মেনে দীর্ঘ সময়ের পর তারকাদের ফিরতে দেখা গিয়েছে রুপালী পর্দায়। পাশাপাশি ইউটিউব সহ ডিজিটাল প্লাটফর্মে নতুনদের কাজ ছিলো ভালোর উর্ধে। করোনা কালে ঢালিউডের উদীয়মান নির্মাতা এম.আর. মিলন চিশতি বলেন, এই সময় সব কিছু থমকে গেলেও। সব সুরক্ষা মেনে রংপুরের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরশি ও মাহাদী’র কন্ঠে একটি দেশাত্মবোধক গান ( বাংলাদেশ) ঈদে দর্শক শ্রোতা দের উপহার দিয়েছি। প্রতিবারই আয়োজন থাকে। এবার একটু কম। দুই জনেই তাদের সেরাটা দিয়েছেন। গানটি বেশ সাড়া ফেলেছে। মানুষকে চাঙ্গা করতে মূলত করোনাকালে তাদের এই আয়োজন।
উল্লেখ্য আরশি রংপুর জেলার বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। গান নিয়ে জানতে চাইলে আরশি বলেন,
গান টাকে বর্তমানে বেশি প্রায়োরিটি দিচ্ছেন তিনি। করোনায় মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমানে আরশি সংগীত নিয়ে পড়াশোনা করছেন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে’। এখন পর্যন্ত গানের সংখ্যা জানতে চাইলে বলেন, ‘মন পারার গলি, ভালোবাসি তোমায়’, মৌলিক গান সহ অসংখ্য গানে কন্ঠ দিয়েছেন এই শিল্পী। পরিচিত হচ্ছেন দর্শক মহলে। লক্ষ্য তার বাংলাদেশের একজন সনামধন্য গায়িকার তালিকায় নাম লেখানোর এই উঠতি তারকার।