মো.মুজিব উল্ল্যাহ্ তুষার :
সবুজ শ্যামল,পাহাড়, সাগর, বন্দর আর ঐতিহাসিক নির্দেশনায় ভরপুর বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম এখন পর্যটন কেন্দ্রিক আবাস ভুমিতে পরিণত হয়েছে। তার সাথে আবার বাড়তি মাত্রা যোগ হয়েছে সম্প্রতি চালু হওয়া বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড সড়কটি। নগরীর বায়েজিদ এলাকার সবুজবনে আচ্ছাদিত দৃষ্টি নন্দন পাহাড়ের বুক চিরে নির্মান করা হয়েছে সড়কটি। সম্প্রতি বায়জিদ-লিংক রোডটি চলাচলের জন্য উন্মুক্ত করার পর থেকে এটি পরিণত হয়েছে বিনোদনের নতুন কেন্দ্রে। সড়কের দুপাশে খাড়া পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে নগরীর বিভিন্ন এলাকার ভ্রমন প্রিয় মানুষ প্রতিদিন ভীড় করছেন এ সড়কে। মুলত ঢাকার সাথে চট্টগ্রাম শহরের দুরত্ব কমানোর জন্য চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এ সড়কটি নির্মান করেছেন। দুরপাল্লার গাড়িগুলোকে চট্টগ্রাম শহরের ভেতরই যানজটে আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা পার করতে হয়। এ অবস্থা থেকে পরিত্রান পেতে বিকল্প হিসেবে বায়েজিদ-লিংক রোড় অগ্রণী ভুমিকা পালন করবে। অল্প সময়ে শহরের গাড়ি এ সড়ক দিয়ে ফৌজদারহাট হয়ে লিংক রোডে চলে যেতে পারবে। আবার লিংক রোডের সব গাড়ি দ্রুত শহরে প্রবেশ করতে পারবে। দেখা গেছে এ সড়ক খুলে দেয়ার পর থেকে বাড়টি একটি আনন্দের মাত্রা যোগ হয়েছে। সেটি হল সড়কটি এখন ভ্রমন পিপাসুদের বিনোদন স্পট হিসেবে ব্যবহার হচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষরা এখন বেড়ানোর জন্য ছুঠে আসছে এ সড়কে। কেউ স্ব-পরিবারে প্রাইভেট গাড়ি, আবার কেউ মটরসাইকেল, সিএনজি নিয়ে যে যেমনি পারে সড়কের সৌন্দর্য্য অবলোকন করতে আসছে প্রতিদিন। কিন্তু আনন্দ উপভোগ করতে আসলে কি হবে। দর্শনার্থীদের বেপরোয়া চলাফেরায় যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় দূর্ঘটনা।
দেখাগেছে অল্প বয়সী ছেলে-মেয়েরা হৈ-হুল্লোড় করে এ রাস্তায় শুয়ে বসে বানাচ্ছে টিকটিক ভিডিও। কেউ বা করছে ফটোগ্রাফি। এ যেন এক সিনেমা পাড়ার দৃশ্য। আবার গাড়িগুলো পার্কিং করা হচ্ছে রাস্তা ঘেঁষে। এতে করে সাধারণ যান চলাচলে ব্যাঘাত ঘটছে। সড়কে চলছে বাস ট্রাক সহ ভারি যানবাহন। যেকোন মুহুর্তে যে কেউ এ সকল ভারি যানবাহনের চাকায় পিষ্ট হতে পারে। ভ্রুক্ষেপহীনভাবে বিভিন্ন ভঙ্গিমাতে তারা তাদের ভিডিও বানানোর কাজ করে চলেছে। তরুণ বাইকাররা বেপরোয়া গতিতে মোটরবাইক নিয়ে ছুটাছুটি করছে। বাইকগুলো চলছে সাপের মত করে, কখনও বামে আবার কাখনও ডানে। নির্মাণাধীন রাস্তার পাশে পড়ে থাকা ছোট ছোট নুড়ি পাথর ও বালিতে যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমন বিপদজনক রাস্তায় বেড়াতে আসছেন অনেকে পরিবার নিয়ে। রাস্তার পাশে রাখা হয়েছে সারিসারি গাড়ি, যা বড় যানবাহনের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা ছেলে-মেয়েদের বেপরোয়া আচরণে ক্ষিপ্ত হয়ে স্থানীয় হেলাল মিয়া বলেন, টিকটিক করতে আসা ছেলে-মেয়েদের অঙ্গ-ভঙ্গিমা খুব অশ্লিল। আমাদের ছোট ভাই বোনেরা তাদের এসব অঙ্গ-ভঙ্গিমাগুলো দেখে ঘরে চর্চা করছে। মাঝে মাঝে আমাদের ফসলি জমিতে ও টিকটক করতে নেমে পড়ে। যার কারণে নষ্ট হচ্ছে ফসল। রাস্তায় মাঝে মাঝে গাড়ি থেমে থাকে শুটিংয়ের জন্য। তাদের এমন বেপরোয়া চলাফেরায় যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।