আবিদ হোসেন রাজু,
মনপুরা উপজেলা প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবী সংস্থা উপকূল ফাউন্ডেশন মনপুরা উপজেলার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ইউনিট গঠন করা হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর ২০২০) মনপুরাতে এক বিশেষ সভায় মোঃ হাসিব শান্ত কে সভাপতি, মোঃ আবিদ হোসেন কে সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান কে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে মোঃ জাকির হোসেন (মনপুরা), সহ সাধারণ সম্পাদক মোঃ দিদার (মনপুরা), মহিলা বিষয়ক সম্পাদক মোসঃ আকলিমা আখি (মনপুরা), সহ মহিলা বিষয়ক সম্পাদক রিনা ইসলাম (মনপুরা), দপ্তর সম্পাদক রায়হান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়া (মনপুরা), প্রচার সম্পাদক আরিফ হোসাইনী (সদর), সদস্য হিসেবে মোঃ কাশেম, দুই. মোঃ জাবেদ. মোঃ মিজানুর করা হয়।
ওই সময় উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক এম. আমীরুল হক পারভেজ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভৌগোলিক অবস্থানের কারণে দেশের ১৯টি জেলার ১৪৭টি উপজেলা প্রকৃতিগতভাবেই উপকূলে অবস্থিত। দেশের এক-দশমাংশ এলাকা উপকূল, যার বিস্তৃতি ৭১০ কিলোমিটার। এখানে প্রায় চার কোটি মানুষের বসবাস। উপকূলের জীবন ও জীবিকার সাথে প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত।
উপকূল ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমৃদ্ধ উপকূলে মুক্তির হাসি শ্লোগান নিয়ে কাজ করে আসছে। তিনি বলেন উপকূল অঞ্চলের বিদ্যমান সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা অফুরন্ত, তা যথাযথ কাজে লাগানো উচিত। বাংলাদেশের ২৫ শতাংশ নাগরিক উপকূলে বসবাস করে যেমন, তেমনি জাতীয় অর্থনীতিতে জিডিপির কম-বেশী ২৫ শতাংশ অবদান উপকূলের। উপকূলের জীবন ও জীবিকার সাথে প্রকৃতির মেলবন্ধন উপকূলকে আরো ভাবিয়ে তোলে।
তিনি আরো বলেন সামাজিক দায়বোধ থেকে সবাইকে মানুষ ও সমাজের কল্যাণে মেধা ও যোগ্যতার মাপকাঠিতে সাধ্যমত কাজ করার আহবান জানান।
সভায় অন্যন্য বক্তারা বলেন, মৎসজীবি, ভেড়ীবাঁধের উপর মানুষের নিরাপত্তাসহ জলবায়ু পরিবর্তনে গতি পরিবর্তনশীল বরগুনা গঠনে গুরুত্বারোপ করা হয়। শুভ সুদ্ধা সমুদ্র সৈকতসহ পর্যটনসহ সমৃদ্ধ জনপদ হিসেবে বরগুনা গড়তে জন সচেতনতার গুরুত্বারোপ করা হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপকূল ফাউন্ডেশনের জেলা শাখা ইউনিটের সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, মো হেল্লাল মোল্লা, মোঃ রাকিব, আরও নেতৃবৃন্দ।