শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালনের প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল্ মাহমুদ ভূঁইয়া,রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন,পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরে আলম দীন,বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ,শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার,পুলিশ কর্মকর্তা অলি উল্লাহ, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইরুল হক,চেয়ারম্যান দিদারুল আলম,বি এম জসিম উদ্দিন হিরু,তছলিম উদ্দিন চৌধুরী,রোকন উদ্দিন। উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।