আশিক এলাহী,রাঙ্গুনিয়া চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারস্থ ওয়াসার পশ্চিম পাশে সিএনজি ও টমটমের এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়ার উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি আসে। সিএনজিটি শান্তিরহাট ওয়াসার পশ্চিম পাশে কাপ্তাই সড়ক দিয়ে আসলে বিপরীত দিক থেকে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি ও টমটমের ড্রাইভার এবং সিএনজির পাশে থাকা দুইজন যাত্রীসহ সর্বমোট চারজন আহত হয়।
আহতদের দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে তাদেরকে রাঙ্গুনিয়া বন্ধু মহল ফ্রী এম্বুলেন্স সার্ভিস সেবার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়াও গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে বাড়ি গোছরা, ইছাখালী ও রাউজানের নোয়াপাড়া বলে জানান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক পিরথি রাজ জানান, গুরুতর আহত হাওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।