বিশেষ প্রতিবেদকঃ মাহি আল ফয়সাল খান
হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও তাঁর কর্মময় আলোচনা এবং খতমে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল।
প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ স্মরণে জাতীয় জনতা ফোরাম গৃহিত ৩ দিনের কর্মসূচীর আজ ২৭ আগস্ট ২০ বৃহস্পতিবার এতিম হদরিদ্রদের মাঝে খাবার বিতরণ, তাঁর কর্মময় আলোচনা সভা, খতমে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩:৩০ মিনিটে নয়া পল্টন মসজিদ গলি যাদু মিয়া মিলনায়তনে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক, ডিইউজে সদস্য, জ্ঞান সৃজনশীল প্রকাশনার প্রকাশক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক – বিশিষ্ট রাজনীতিক, আহবায়ক স্বরণ মঞ্চ ও উপদেষ্টা জনতা ফোরাম। প্রধান আলোচকঃ বিশিষ্ট রাজনীতিক, লেখক, গবেষক, বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পাটি ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, সম্মানিত আলোচকবৃন্দঃ
বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবী এম এম আমিনুর রহমান, মঞ্জু হোসেন ঈসা, মহাসচিব এনডিপি, বিশিষ্ট লেখক, গবেষক, এমফিল পিএইচডিও, সুনামধন্য সাংবাদিক এহসানুল হক জসীম প্রমুখ। এতে সকল শুভাকাঙ্ক্ষী মহলের সকলকে আমন্ত্রিত দাওয়াত করা হলো উপস্থিত থাকার জন্য।
আজ সকাল ১১ টায় হতদরিদ্র পথশিশু কিশোর-কিশোরীর ও অসহায় মানুষের মাঝে ড. এমাজউদ্দীন আহমদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, রাজধানী পান্থপথ পান্হকুঞ্জ – পথশিশু কিশোর আলো শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে।
এতে খাদ্য সামগ্রী বিতরণ করেন জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক, ডিইউজে সদস্য, সাংবাদিক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ মাওলানা আবদুস শুকুর, শিক্ষক বেলায়েত হোসাইন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবী রফিকুল ইসলাম,
সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহি আল ফয়সাল খান, সদস্য – তোফায়েল আহমেদ, সদস্য মাহফুজুর রহমান খান প্রমুখ।