কবি ও লেখক – মো.রতন আলী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগে, চৌমুহনী সরকারি এস এ কলেজ
করোনা-কণ্টক যদি গলায় বিঁধে?
ফুসফুসে পরে ফাঁস!
লোকারণ্যে মুখোশ,লজ্জিত মুখ
আলয়ে অন্তরীণ রাখে অর্গল।
আবাদে অপেক্ষমাণ আকাশ
ছিঁড়ে ছুটে ছুটে যায়
সৈকতে বালু-বিছানায়।
অদৃষ্ট অচিন শত্রুকে উদাসীন শরীরে পুষে
থাকি এক একটি সকালের অপেক্ষায়
জানালার গ্রিলে ঘিলু ঘষি
বাজারে বিজ্ঞের বুদ্ধি না বিকোয়।
অবিরাম বৈচিত্র্যহীন বিশ্রাম
অশেষ অমিয় ব্যাসার্ধ -বিছানা।
শত্রু-সাবধানী মুক্তি-মুজিবেরা কি এর চেয়ে–
সুখে করেছে আমাদের কারাবাস?
*** অতিথি
তিনি এসেছেন,আগেও বারংবার
আমরা জানি অতিথি -সৎকার।
সাম্প্রতিক আড়ালে আবডালে ঝামেলা-জাল তোলে
আশংকা -আমন্ত্রণে অতিথি-উৎপাত নিরসনে
কেন যেন সবাই কুশলী-কদাকার।
তবুও আগন্তুক আমাকে কুঁড়ে খেয়ে
জেনে নিয়েছে সান্নিধ্যের ঠিকানা।
এই নতুনের আগমনে ভীতু নই,
কেউ কেউ আবার তাকে হাতে-হাতে বুকেবুকে
মুখে-মুখে মুখোমুখি টেনেছে
জনতার জরাজীর্ণতা থেকে সাদরে
অন্তরে অন্দরে নির্বিকার নির্ভীক চিত্তে।
বিশ্বজুড়ে অদ্ভুত আধাঁরের আলোড়ন তোলে
আগন্তুক আমাদের আপ্যায়নে নাকি মুগ্ধ।
অতিথি-আতঙ্কে সাবধানীরা
চেয়েছে স্রষ্টা-সান্নিধ্যে সাহায্য,
লুকিয়েছে মুখ নাকের কাপড়ে,ভিজিয়েছে হাত
পিচ্ছিল পদার্থে অথবা আলকোহলে।
******রক্ত-নাড়িতে
বারুদের চেয়ে ভয়ঙ্কর পলিথিনে পুরে
খাচ্ছ খুঁড়ে খুঁড়ে প্লাস্টিক-পেয়ালায়
বণিক তোমার সাহায্যের সাত-কুড়ি
ক্ষুধার্ত আমি আর চাই না–
এই নীরব বোমার বিনিময়।
পারমাণবিক বোমাও ভালো
নিরন্ন ভবঘুরে আমি ঘুমাই–
থেমে থাকা রেলের কামরায়।
ও আসে যুদ্ধ-জাহাজ নিয়ে জানিয়ে
সরে পড়তো সব, পাখির মতো পলকে
আমিও লুকিয়ে পড়তাম
পচা পরিত্যক্ত আবর্জনা ভাগাড়ে।
কিন্তু সেখানে কেন পুঁতলে
তোমার ব্যবসায়িক- বোমা-
প্রফুল্ল – প্রচ্ছদ – সুষমায়।
বোমার স্প্রিন্টার তো খুলে ফেলা যায়
তোমার সাশ্রয়ী-সেবা জমেছে শিরায় শিরায়,
হিরোশিমার তেজস্ক্রিয়া তবু তো দৃশ্যমান
তোমার রসায়ন রক্ত-নাড়িতে বহমান।
**** কবিতা-কারবারি
আবর্জনা -স্তূপ থেকে সহসা বের হয়ে-
এসো,কবিতা তোমার স্বভাব-সুন্দরে
শখের শিল্পীর সীমাহীন খেয়াল-খেউর হতে
বিদ্রোহীবেশে ভিড় কর কদরহীন কবি-কাতারে
কবিকরে ঘরে ঘরে হও আদৃত।
অনুকর্তার আলুনি উপকরণ থেকে পালিয়ে
বুদ্ধ-বুভুক্ষুর পুষ্টি জোগাও মনোহর-মধুরিয়ায়,
পরিচিত-পাপীদের প্রচ্ছদ থেকে খসে এসো
প্রকৃত শিল্পীর শিরে স্বমহিমায়–
দুর্দশা দেখেও দুর্ভোগে দোর্দণ্ড যারা তোমার দোরগোড়ায়।
মৌসুমী,মার্চ -করা, মুখাপেক্ষী মান-লোভীর সঙ্গ নাশো।
শিল্পী হয়ে কবি নয়,কবি যেন শিল্পী হয়।
চ্যানেল-চাষা ফটো-ফেয়ারি-রা কবিতার কালারে
সাহিত্যের সংস্রবে আরও খ্যাত হতে চায়।
জানতে হবে কবিতা হাতের সৃষ্টি, কারও হাতিয়ার নয়।
থলে-তেলে সচ্ছল,চোখ করে উচ্ছল—
কত কবিতা-কারবারি হলো রাষ্ট্রীয়- সহচর।
*** একি সুধা!
বৃষ্টির দেখ কত সঙ?
আকাশ জুড়ে একই রঙ।
ফোঁটা পড়ে পরপর
পুকুর করে চুরমার।
শুন্যে পানি-সংসার
ভেজা ভেজা চারিধার
বিদ্যুতের এত তার?
ফোঁটায় ফোঁটায় কত ধার!
মানুষের এখনো ঘুম
পাখি ডাকে হরদম
ভিজে ঝাড়ে পাখা
পেট বড়ই ফাঁকা।
গাড়ি চলে বাঁশিতে
আছে বড় খুশিতে।
সাত-সকালে বৃষ্টির হানা
খাঁচাবন্দি মুরগি-ছানা
হাঁসগুলো ভাসে
আনন্দে তো হাসে।
সবুজ সবুজ সাজে
গাছগুলো চোখ বুজে
কাঁচুমাচু কত লাজে।
প্রকৃতিতে একি সুধা!
পেটে বাড়ে তবু ক্ষুধা।