মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ২১ হাজার ইয়াবা সহ আরিফ মোল্লা (২৬) ও শাকিল খাঁন (১৯) নামে দুই যুবককে আটক করেছে র্যাব-১১। আকটকৃত আরিফ মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাক্ষ্মণকান্দা গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে এবং শাকিল খাঁন একই উপজেলার হাটঘাটা গ্রামের মো. দুলাল খাঁনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় অবস্থিত হোটেল ফুড প্যালেস সংলগ্ন স্থানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় সন্দেহ হলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা সহ দুই যুবককে আটক করে র্যাব।
এসময় কার্ভাডভ্যানটি আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। এবিষয়ে র্যাব জানায়, আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।