আমিনুল হক বিশেষ প্রতিনিধি।
সন্তানের বাবা হতে চলেছেন বিরাট কোহলি! হ্যা ঠিকই শুনেছেন বিরাট কোহলি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটাই জানিয়েছেন। শুধু বিরাট নয় খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তার সহধর্মিণী আনুস্কা শর্মাও। তারা লিখেছেন আসছে জানুয়ারিতেই আসতে চলেছে পরিবারের তৃতীয় সদস্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম যখন মেসি কান্ডে তোলপার একটু হলেও বিরাটের এই শুভ বার্তা খেলা প্রিয় ভক্তদের মাঝে আনন্দ নিয়ে আসবে। এদিন ফেসবুকে আনুস্কা বিরাট তাদের একটি মায়াকরা ছবি পোস্ট করেন । ছবির ক্যাপশনটিই সব বলে দেয়। তারা লিখেন “and then, we are three! arriving Jan.2021” অর্থাৎ পরিবারের তৃতীয় সদস্য আসতে চলেছে জানুয়ারিতেই।