মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ
আবাদি ধান খেতের জমি থেকে চার কেজি ওজনের একটি কাচা গাঁজার গাছ উদ্ধার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাগজানা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের ধান খেতের জমি থেকে এই গাঁজার গাছটি উদ্ধার করে ডিবি পুলিশ । এঘটনায় ওই জমির মালিক কৃষ্টপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আহসান হাবীবকে গ্রেপ্তার করে ডিবি।
এলাকাবাসী সুত্রে জানাযায়, বেশ কিছু দিন ধরে ধান খেতের ওই জমিতে এই গাঁজার গাছটি দেখা যায়। এলাকাবাসীর অনেকেই বলেন অনাকাংখিতভাবে এ গাছটির জন্ম হয়, জমির মালিকের ছেলেকে গ্রেপতার করায় অনেকেই বলছেন গাজা চাষ করলে গাছটির পাতা থাকতোনা, ছবিতেও তাই দেখা যাচ্ছে গাজা গাছটির একটি পাতাও ছেরা দেখা যাচ্ছেনা। নাম না প্রকাশের শর্তে প্রতক্ষদর্শী বলেন জমির মালিককে ফাঁসানোর জন্য গাজা চাষি বানিয়ে হয়রানি করার উদ্দেশ্যে ডিবি পুলিশকে খবর দিয়ে গ্রেফতার করান জমির মালিকের ছেলেকে। গাজা গাছটির এমন সংবাদ পেয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করে এবং জমির মালিকের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।