নিজস্ব প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন এলাকাসমূহের কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে ডেঙ্গুর ঝুঁকি রোধকল্পে পুনরায় সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম চলছে।
সোমবার (২৪ আগস্ট) কার্যক্রমের তৃতীয় দিনে বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ২৮টি হাসপাতালে ডিএনসিসি এ কার্যক্রম পরিচালিত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন হাসপাতাল সংলগ্ন নার্সারিতেও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হচ্ছে। সেই সঙ্গে ডিএনসিসির অন্যান্য এলাকায় মশক নিধনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।