নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দীন কালু’র সহধর্মিনী জহুরা আক্তার পাখি (৫২) আর নেই। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নাঙ্গলকোট পৌর সদরের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৩ টায় নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জহুরা আক্তার পাখির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ আমির আব্দুল করিম, সেক্রেটারি জামাল উদ্দিন, উত্তর আমির মাওলানা এস এম মহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনাবা জহুরা আক্তার পাখি’র ইন্তিকালে আমরা একজন দ্বীনদারকে হারালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার স্বামী নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দীন কালু’সহ শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।