1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ৫ ‘শ শীতবস্ত্র বিতরণ নবীনগরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়ি থেকে একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ–দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন ঠাকুরগাঁওয়ে আন্ত–ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫৪৮ বার

আমি মোঃ হাসানুজ্জামান পারভেজ বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত টানা দুই মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শরণখোলা, বাগেরহাট এবং সাধারণ সম্পাদক সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগ শরণখোলা, বাগেরহাট হইতেছি। গত ১১ আগষ্ট ২০২০ ইং তারিখ ঢাকা, খুলনা, যশোর থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে “সুন্দরবনে আধিপত্য বিস্তার করতে জেলেদের উপরে হামলার অভিযোগ” “শরনখোলায় জেলেকে মারধরের অভিযোগ” এবং “শরণখোলায় চাঁদা দাবিতে নগদ টাকা ও ইলিশ লুট” শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, হেয় প্রতিপন্ন কারক এবং উদ্দেশ্য প্রনোদিত বটে। আমি সরকারী রাজস্ব আদায় পূর্বক এবং সকল নিয়মকানুন মান্য করেই সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা সংলগ্ন বঙ্গোপসাগরে আমার মৎস্য আহরণ ব্যবসা দীর্ঘদিনের। গত ১০ আগষ্ট আমার রাজস্ব আদায়কৃত সীমানার মধ্যে জেলে মামুন খাঁনের নেতৃত্বে ৪/৫ জন লোক অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার শুরু করে। বিষয়টি আমি জানার পরে ঘটনাস্থলে গিয়ে বন কর্মকর্তা ও বনরক্ষীদের সম্মুখে জাল ফেলার জানতে চাই। এক পর্যায়ে জেলে মামুনের সাথে আমার জেলেদের সাথে সামান্য বাকবিতন্ডতার সৃষ্টি হয়। বিষয়টি উপস্থিত বন কর্মকর্তা ও বনরক্ষীদের সহায়তায় এবং আমার হস্তক্ষেপে সমাধান করা হয়। পরবর্তীতে যে যার মত কাজে মনোনিবেশ করেন। কিন্তু সামান্য বিষয় নিয়ে এবং আমার রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষরা জেলে মামুন খাঁনকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের পায়তারা করছে। সংবাদে প্রকাশিত হামলা, মারধর, নগদ টাকা ও ইলিশ লুটের ঘটনার আদৌ কোন সত্যতা নেই। এটা তাদের কাল্পনিক গল্পমাত্র। কিন্তু আমার প্রতিপক্ষ রাজনৈতিক নেতারা তাদের গ্রæপের রাজনৈতিক কর্মী সফিকুল ইসলাম ডালিম, এমাদুল শরীফ, খলিল মৃধা, জাহাঙ্গির হোসেন হিরু, রহিম হাওলাদার, শাহআলমকে অনুরুপ ঢাল হিসাবে ব্যবহার করে আমার রাজনৈতিক, সামাজিক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সুনাম ক্ষুন্নকরার প্রচেষ্টায় এই সামান্য বিষয়টি নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমার প্রতিপক্ষরা সাংবাদিকদের কাছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রকাশ করে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার ধৃষ্টতা দেখাচ্ছে। আমি এবং আমার রাজনৈতিক সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে উক্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তবে, কলম সৈনিক সাংবাদিক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা কারো কথায় প্ররোচিত হয়ে কোন সম্মানী লোকের মানসম্মান ক্ষুন্ন করবেন না এবং সত্যতা যাচাই করে বন্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সমাজ, দেশ ও জাতি উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম