1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ডিজিটাল হ্যাকিং গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

মাগুরার শ্রীপুরে ডিজিটাল হ্যাকিং গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ

মোঃ সাইফুল্লাহ:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩৯৬ বার

মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ডিজিটাল হ্যাকিং গ্রুপের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় অভিযান চলাকালে এই গ্রূপের দলনেতা মহিদুলসহ রাজবাড়ি থেকে আগত কিছু সদস্যসহ সর্বমোট ১০ জনকে ৯ টি ডেস্কটপ, ৯ টি সি পি ইউ, ১০ টি মোবাইল, ৭ টি হার্ডডিস্ক ও ১ টি মডেল উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, আটককৃতরা হলেন-
১.মোঃ মোহিদুল ইসলাম (২০) পিতাঃ মোঃ চাঁদ শেখ সাংঃ চর থানাঃ শ্রীপুর।
২.মোঃ সবুজ শেখ(১৬) পিতাঃ মোঃ আকিদুল শেখ, সাংঃ চর চৌগাছি থানাঃ শ্রীপুর।
৩.মোঃ মিজানুর রহমান, পিতা- আঃ আজিজ শেখ, সাং চর চৌগাছি,থানা – শ্রীপুর।
৪. মোঃ জাহিদুল ইসলাম (২৫),পিতা- চাঁদ আলী শেখ, সাং চর চৌগাছী, থানা- শ্রীপুর।
৫. মোঃ রানা বিশ্বাস(১৮) পিতাঃ মোঃ ফজলে বিশ্বাস,সাংঃ চর চৌগাছী, থানাঃ শ্রীপুর।
৬.হৃদয় বিশ্বাস(১৬) পিতাঃ আতিয়ার বিশ্বাস, সাং চর চৌগাছী থানা – শ্রীপুর।
৭. জয় মাহমুদ(২২) পিতাঃ মোঃ আখিল উদ্দিন, সাং- চর চৌগাছী, থানাঃ শ্রীপুর।
৮, মোঃ শান্ত মোল্লা(১৬) পিতা বকুল মোল্লা, সাং কালিনগর,কচুন্দি, মাগুরা সদর, সর্ব জেলা মাগুরা।
৯. মোঃ সজিব(১৮) পিতাঃ আঃ রব মোল্লা,
সাং বিল সুন্দরপুর,থানাঃ কালুখালী,জেলাঃ রাজবাড়ী।

১০.মোঃ আলমগীর(১৮) পিতাঃ মোঃ মোকছেদ আলী মন্ডল, সাংঃ তালুকপাড়া থানাঃ বালিয়াকান্দি জেলাঃ রাজবাড়ী।

অভিযুক্ত সদস্যরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করে তাদের ফেসবুক আইডি হ্যাক সহ বিভিন্ন ডিজিটাল হ্যাকিং কার্য পরিচালনা করে আসছে।

২৯ আগষ্ট ২০২০ রাত ৯টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মাসুদ (বিপিএম) সাংবাদিকদের জানান, ইংরেজি ২৯/০৮/২০২০ তারিখ গভীর রাতে সংবাদ আসে একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র মাগুরা শ্রীপুরের চর চৌগাছী এলাকায় মানুষের মোবাইল নাম্বার ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারনা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে, এস আই জাহাঙ্গীর হোসেন,
এস আই রাসেল এর সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশের চৌকস একটি টিম নিয়ে
গভীর রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চলাকালে এই গ্রূপের দলনেতা মহিদুলসহ রাজবাড়ি থেকে আগত কিছু সদস্য সর্বমোট ১০ জনকে ৯ টি ডেস্কটপ, ৯ টি সি পি ইউ, ১০ টি মোবাইল, ৭ টি হার্ডডিস্ক ও ১ টি মডেল উদ্ধার করি এবং তারা যেহেতু তাদের স্বীকারোক্তি অনুযায়ী এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সেই কারনে ডিজিটাল আইনে একটি মামলা রুজু করি। যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম