মোঃসাইফুল্লাহ : মাগুৱার শ্রীপুর উপজেলায় ১৪ আগষ্ট ২০২০ শুক্রবার নতুন করে সর্বোচ্ছ ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এ নিয়ে মাগুরা জেলায় করোনা রুগীর সংখ্যা দাড়ালো ৬৩৮ জন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাজী খসরুল আলম জানান,শ্রীপুর উপজেলায় আজ নতুন করে সর্বোচ্ছ ৭ জন করোনা রোগীর শনাক্ত হয়েছে।
মোট আক্রান্তের ০৫জনই নারী ও ০২জন পুরুষ রয়েছে, যা পুরুষের চেয়ে নারী ডবলেরও বেশি, এটাও একটা রেকর্ড। আক্রান্তদের মধ্যে নবোদয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মালিথীয়া, শৈলকুপা – এর সাবেক প্রধান শিক্ষক ও শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামের বাসিন্দা মনোজিৎ কুমার দাস ও তার পরিবারের দুজন সদস্য সমিতা দাস ও সঞ্চিতা দাস করোনায় আক্রান্ত। বাকিরা হলেন উপজেলার রাধানগর গ্রামের মন্জুরানী কুন্ডু – মদনপুর গ্রামের তাহেরা খাতুন সাচিলাপুর গ্রামের লোকমান- আর জয়নগর গ্রামের দুলালী-করোনায় আক্রান্ত।
নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, মনোজিৎ কুমার দাস প্রথমে নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং পরে প্রধান শিক্ষক হিসাবে নবোদয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যোগদান করেন।শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতাও করতেন তিনি। আমি তাঁর ও তাঁর পরিবারের দ্রুত সুস্হ্যতা কামনা করছি।