মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার – বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট | সদস্য ডিইউজে _|
খুব পুরোনো গ্রাম্য প্রবাদ দিয়েই শুরু করতে চাই। এক কৃষক প্রতিদিন সন্ধ্যায় ঘরে ফিরে নানা ছুঁতায় স্ত্রীকে গরু পেটানোর লাঠি দিয়ে বেদম প্রহার করত। মিহিলার চিৎকারে প্রতিবেশিরা একত্র হলে মারামারি থামত তবে ঐ পর্যন্তই। অবস্থার কোন পরিবর্তন না দেখে একদিন মহিলা মনের দু:খে বলল , না মেরে ছেড়ে দিতে পার না।কথা মুখ থেকে ফুরোতে না ফুরোতেই পুরুষটি বলে ফেলল মারের ধরন দেখে বুঝিস না। বাংলাদেশের সংবাদপত্র মালিকদের বিবৃতিটি পড়ে বিদ্যমান বাস্তবতায় অনুরূপ ধারনাই হয়েছে। বিবৃতিতে মালিকরা ,সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট ও হকারদের এই দুঃসময়ে নিজ অবস্থান হতে তাদের পাশে থাকার আহ্বান জাানিয়েছেন। তারা মনেকরেন, উল্লেখিতদের সহযোগিতা সংবাদপত্র শিল্প বাঁচিয়ে রাখার জন্য একান্ত কাম্য। মালিকরা সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে সংবাদপত্র শিল্পকে রক্ষার জন্য এগিয়ে আসতে আবেদন জানিয়েছেন।এই অবেদন ও বক্তব্য নানা বিবেচনায় গুরুত্বপূর্ণ। আসলে এমন একটা পরিস্থিতি হতে পারে বা হতে যাচ্ছে সে আলামত আরো আগেই স্পষ্ট হয়ে উঠেছিল। এনিয়ে মতের পার্থক্য থাকতে পারে তবে বোধকরি একটা বিষয়ে সকলেই একমত হবেন যে সংবাদপত্র কোন সাধারণ শিল্প নয়। একজন পাঠক একটি ডিম একটি কলা বা একটি মিষ্টি না খেয়ে কেন একটি সংবাদপত্র কিনে পড়ে সে বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় নেয়া প্রয়োজন। কি পায় সে পত্রিকায় ।পাঠক তার মনের খোরাক খুঁজে।তার মনের অব্যক্ত ভাষা বেদনা আনন্দ খুঁজে পেতে পত্রিকা বা মিডিয়ায় যায়।অনেকদিন থেকেই মালিকদের কেউ কেউ ইলেকট্রনিক মিডিয়ার ছুতা ধরে প্রিণ্ট মিডিয়া বন্ধ বা নামকাওয়াস্তে চালানোর পক্ষে কথা বলে আসছিলেন।তাদের এসব কথার বাস্তবে কোন যুক্তি নেই।অনেককে বলেছি প্রতিবেশি ভারতের কথাই ধরুন সেখানে যেসব পত্রিকা রয়েছে তারা তো এসব নিয়ে ভাবছে না। বরং তারা প্রসার বাড়াবার কথা ভাবছে। আসলে সংকট অন্য জায়গায়। ধরুন গত কয়েক বছরে সংবাদপত্রের পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে।অনেক জনপ্রিয় পাঠক প্রিয় পত্রিকা কারণে অকারণে বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। সরকারিভাবে অনেককিছু বলাহয়েছে তা সত্ত্বেও এ কথাবলা যাবে আমার দেশের প্রকাশণা চালু নেই।দেশের অন্যতম শীর্য দৈনিক প্রথম আলো কি কঠিন বাস্ততাব মধ্যে চলছে তার কিছু বিবরণ মরহুম লতিফুর রহমানের মৃত্যুর পর কোন কোন লেখায় উঠে এসেছে। এটা তো সংগত ভাবেই বলাযায় ,মিডিয়া হচ্ছে, মতের বাহন। মত মানে দেশের একটি গনতান্ত্রিক বাস্তবতা । আমরা তো সকলেই এটা প্রত্যক্ষ করছি দেশে কার্যত মতের কোন চর্চা নেই । যা আছে তা হোল শাহেদ মার্কা চর্চা। এটা বলা হয়ে থাকে টেলিভিশনের টকশো গুলোতে যে টাকা দেয় তা আলোচকের পকেটে খুব কমেই যায়। অন্যদিকে অনেকেই নাকি দিয়ে আলোচনায় অসেন। অনেক প্রতিষ্ঠান নাকি মালিককে কত দেবে সে চুক্ততিতে প্রোগাম করে। অথচ বিষয়টি বিষয়টি হচ্ছে, বুদ্ধিবৃত্তিক চর্চার । সমাজে বুদ্ধিবৃত্তিক চর্চা চালু রাখতে হলে বুদ্ধির চর্চার দ্বার উন্মুক্ত রাখতে হয় । আসলেই কি আমরা সে বাস্তবতায় রয়েছি। আমাদের সংবিধানে গণতন্ত্র অন্যতম স্তম্ব হলেও আমরা যা চর্চা করছি তার সাথে সাংবিধানিক বাস্তবতা কতটা সাম্পর্কিক বোধকরি আমাদের মালিকপক্ষ কখনো সে ব্যাপার নিয়ে ভাবেন নি। গনতন্ত্র যখন আক্রান্ত হয়েছে তারা তখন দলীয় বিবেচনা থেকে দেখার চেষ্টা করেছেন এবং এখনো করছেন।সেই যে পুরোনো কথা রয়েছে, দাত থাকতে দাতের মর্যাদা কেউ বুঝে না।
মিডিয়ার একক কোন অস্ত্র নেই।পাঠক হচ্ছে তার মূল মন্ত্র।যখন কোন পত্রিকা পাঠক প্রিয়তা হারায় তখন তা এমনিতেই হারিয়ে যায়। নিজের আইন পেশার সার্টিফিকেট থাকা সত্ত্বেও বড় মোহে সাংবাদিকতার পেশা বেছে নিয়েছিলাম। বাই চাঞ্চ নয় বরং বাই চয়েজ এই পেশায় যুক্ত হয়েছিলাম। মোটামুটি বেশ সময় পেশার সাথে প্রত্যক্ষভাবে শুধু পেশা নয় সাংবাদিক ইউনিয়নেরও সক্রিয় সদস্য আছি । তারপর বিএফইউজে-বাংলাদেশ এর কাউন্সিলর হয়েছি। শুধুমাত্র সম্পাদক হইনি হতে পারিনি । সে সুবাধে পেশায় কর্মরতদের বাস্তবতা ইউনিয়ন নেতাদের আচরণ মালিকের আচরণ প্রত্যক্ষ করেছি । সাংবাদিক ইউনিয়ন যখন ঐক্যবদ্ধ ছিল তখন পেশার সম্মানবৃদ্ধি তথা সম্পাদকীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি উর্ধ্বে তুলে ধরতে বহু মিছিল সমাবেশ করেছি । বহু বক্তৃতা দিয়েছি শুনেছি । সেসব নানা জ্ঞানগর্ভ অলোচনার বিষয় । সেসব শুনে তরুণ বয়সে মনে হয়েছিল রাজনীতির চেয়ে সাংবাদিকতাতেই জনগণের অধিক সেবা করার সুযোগ রয়েছে। এখন যখন বয়স আস্তে আস্তে বেড়েছে তখন অভিজ্ঞতা হয়েছে আসলে মালিকের স্বাধীনতা স্বেচ্চাচারিতা ছাড়া আর কোন স্বাধীনতা নেই। যখন কোনো লেখা রিপোর্ট মালিকের বা মালিকদের লোকদের বিরুদ্ধে যায় তখনই চাকুরি যায় অযোগ্য তকমা লাগায় শাশায় । ডেকে নিয়ে অগ্রণযোগ্য কথা বলে।সে এক অসহ্যকর বাস্তবতা। তবুও থাকতে হয়। কারণ দায় যে বড় বিষয় হয়ে ওঠে।
একটি বিবৃতিতে স্বাক্ষর করার জের হিসেবে একটি কথিত প্রগতিশীল কাগজ থেকে চাকুরিচ্যুত হবার প্রেক্ষিতে জেদ ধরেছিল কার্যত তার মাশুল দিতে জীবন ঘষে যাচ্ছে। অনুভব করেছি পেশায় থাকার সিদ্ধান্ত কতটা অর্বাচিন সিদ্ধান্ত ছিল। যখন বেতন ভাতা কমছিল তখনকার অবস্থা আর এখনকার অবস্থা এক নেই। মূলত সরকারি বার্তা সংস্থার লোকেরা ছাড়া এখন কেউ রোয়েদাতের বেতনভাতা পান না। দুএকটি কাগজে এখনো ভাল উদাহরণ রয়েছে । অথচ কর্মরত সকলেই সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন । সে এক অসহায় অবস্থা । অবস্থাটা এরকম যে উচ্ছিষ্ট পাবার লোভে কোন কোন মালিক যা বলছে তাদের আজ্ঞাবহরা তাই করছে। পেশাকে সমৃদ্ধ করতে তৎকালীন সময়ে সম্মানিত সাংবাদিক নেতা ও পরে মন্ত্রী মরহুম আনোয়ার জাহিদ ভাই যে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছিলেন সেটি এখন কাল হয়ে দাড়িয়েছে। সাংবাদিক নেতার নামে এক শ্রেণীর দূর্বৃত্ত নিজেদের এ্যাকাউনাট ভাড়ী করতে কথিত মালিক শ্রেণীর সাথে আঁতাত করে রোয়েদাদ থেকে বঞ্চিত করছে সাংবাদিক তথা সংবাদপত্র সেবিদের । আমাদের মালিকদের অনেকেই অনেকদিন থেকেই এ অনৈতিক কাজে যুক্ত থাকছেন।
সংশ্লিষ্ট একশ্রেণির সরকারি কর্মকর্তা – কর্মচারীদের সহযোগিতায় অনৈতিক আঁতাত গড়ে তুলেছেন। মূলত এরফলে তরুণ সাংবাদিক বা আগ্রহী যুবকদের সেই পেশায় আসার পথ রুদ্ধ হয়ে গেছে। মূলত পেশায় অদক্ষরাই কিছু পাবার আশায় এবং মিডিয়াকে কাজে লাগিয়ে অন্য ধান্ধা করার প্রয়াসে লিপ্ত রয়েছে । সুতরাং পাঠকের কাছে মিডিয়ার গহণযোগ্যতা প্রশ্নসিদ্ধ হয়ে পড়েছে। দুই একটা ছোট্ট উদাহরণ দেই। তখন দৈনিক দেশের প্রচার সংখ্যা অনেক। বিরতি দিবসের পরে টেবিলে নিয়মিত কাজে রয়েছি এমন সময় একটি রাজনৈতিক দলের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একজন হাজির। বিজ্ঞপ্তিটি রেখে দেয়ার পর ও তিনি নড়ছেন না দেখে খানকাটা বিরক্ত হলাম। এক পর্যায়ে তিনি বললেন আমাদের এই নামকটি একটু লিখে দিবেন আপনাকে কত দিতে হবে -? ভেতরে ক্ষুদ্র হলেও তাকে বললাম কোনো টাকা পয়সা প্রয়োজন নেই। একবার প্রেস কনফারেন্সে গিয়ে ও আমার মতো অনেকে এ অবস্থায় মুখোমুখি হয়েছিলেন। উদ্যোক্তা সাংবাদিক সম্মেলন শেষে খামে করে টাকা দিতে চেয়েছিলেন। বিজ্ঞপ্তিগুলো অবশেষে বললেন, পরে তো ছাপবেন না। এরপর অনেক কথা। সেসব আর এখন না বলি। নাম ছাপানো জন্য কোনো কাগজে কাকেকত তিনি দেন তাঁর বিরাট ফিরিস্তি। এই অবৈধ অর্থের কারবার আর আজকালের শাহেদ হবার গল্প এক ও অভিন্ন। এভাবে রাজনীতিবীদদের সাথে সম্পর্ক গড়ে ওঠে। শুনেছি এ টাকাও ভাগ হয়। যে যত দিতে পারে অফিসে সে তত বড় সাংবাদিক। সুতরাং পেশায় সততা নিয়ে কথা উঠলে অনেক প্রশ্ন আসবে। উদাহরণ স্বরুপ ঐক্যবদ্ধ ইউনিয়ন ভাঙতে যেসব মালিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছেন ইন্ধন যুগিয়েছেন তারা এখন আর সেই জায়গায় নেই। ইউনিয়ন ভেঙেছে সেই সাথে পেশাও ভেঙেছে, সাংবাদিকার মান-মর্যাদা এবং মালিকদের ইমেজও প্রায় এখন বিলুপ্তির পথে। বিগত সময়ে একটি ঘটনা সকলের যানা মনে থাকার কথা যখন ” সাপ্তাহিক ” একতা বন্ধ করার প্রতিবাদ যেমনি করেছে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন তেমনি দৈনিক মিল্লাত বন্ধের ও প্রতিবাদ করেছে ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন ।
পরিশিষ্টঃ চলবে ———