শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে রাউজান টেউয়া হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামেন নির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় আরো শ্রদ্ধা নিবেদন জানান রাউজান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তছলিম উদ্দিন,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,যুবলীগ নেতা আব্দুল্লাহ আল্ মাসুদ,সাবের হোসেন,সবুজ দে ভানু, ছাত্রলীগ নেতা তানভীর চৌধুরী,নাছির উদ্দিন,বেলাল হোসেন সিফাত প্রমুখ।