কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই দুই পার্বত্য জেলার প্রবেশ পথ হাটহাজারী বাসস্ট্যান্ডের উচ্ছেদকৃত জায়গা নিয়ে উপজেলা প্রশাসনের প্রাথমিক পরিকল্পনার একটি নকশা প্রকাশ করেছে।
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি এই দুই পার্বত্য জেলার প্রবেশপথ হাটহাজারীর উপজেলা সদরের উপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়কে চলাচলকারী সিএনজিগুলো রাস্তায় যানজট তৈরি না করে উচ্ছেদকৃত ফাঁকা জায়গা ব্যবহার করে যাত্রী উঠানামা করলে মানুষ এই যানজট নামক কষ্ট থেকে মুক্তি পাবে বললেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
সকলের সহযোগিতা ছাড়া এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়’ উল্লেখ করে হাটহাজারী উপজেলা প্রশাসন স্থানীয়দের সহায়তা কামনা করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ যানজটের ভোগান্তির জন্য প্রসিদ্ধ হাটহাজারী বাসস্ট্যান্ডের আশপাশে সরকারী জায়গা দখল উচ্ছেদ কোর্টের নিষেধাজ্ঞায় স্থগিত ছিলো। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষে কোর্টের মামলার রায় এলে পূণরায় অভিযানে নামে হাটহাজারী উপজেলা প্রশাসন।