দিকে দিকে বইছে জোয়ার
গাইছে সবাই গীত,
মুসলিম ধরায় খুশির মাতন
এলো কুরবানীর ঈদ!
আত্মত্যাগের উৎসবে আজ
হই সকলে শামিল,
মহান রবের আদেশ নিষেধ
কর সবে তামিল।
লোক দেখানো কুরবানী নয়
ত্যাগের প্রশিক্ষণ,
প্রভুর নামে কুরবানী দাও
পাপের বিসর্জন।
রক্ত গোশত কিছুই দেখেনা
মহা মহীয়ান,
দেখেন শুধু মানব হৃদয়ের
তাকওয়ার প্রমাণ।
বনের পশুর কুরবানী নয়
মনের পশুর বধ,
যাক মুছে যাক হিংসা বিভেদ
জরা জীর্ণতা রদ।