বিশেষ সংবাদদাতা | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৩১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৩ জন, চট্টগ্রামে ১৭২, রংপুরে ৯৬, খুলনায় ১৯৭, বরিশালে ৩৬, রাজশাহীতে ১৯৮, সিলেটে ৪০ জন এবং ময়মনসিংহে ২৩ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। রোববার (১৬ আগস্ট) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি পরীক্ষাগারে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ১৮টি নমুনা। পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৪ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৩২ জনের। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা তিন হাজার ৬৫৭।