লোহাগাড়া প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লোহাগাড়া জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ট্রাক কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক নুনুর উদ্যোগে খতমে কোরআন, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলা সদরের ছমিদিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় এই আয়োজন করা হয়।
খতমে কোরআন, ও দোয়া মাহফিলে লোহাগাড়া উপজেলা আ’লীগ নেতা এইচ এম গনি সম্রাট, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, উপজেলা যুবলীগ নেতা জাফর আহমদ , জাতীয় শ্রমিকলীগের দক্ষিণ জেলার সদস্য খানে আলম, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসহাক, সহ- সভাপতি আবুল কালাম, দপ্তর সম্পাদক ও লোহাগাড়া বটতলী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির লিঃ কার্য্য নির্বাহী সদস্য মুহাম্মদ হোসেন মাসুম।
মোহাম্মদ হোসেন মাসুম, অর্থ সম্পাদক নবী হোসেন, প্রচার সম্পাদক আকতার, চরম্বা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ হাসেম, সাধারণ সম্পাদক আবুল কাসেম ,ইউপি সদস্য আবদুস সবুর, শ্রমিক নেতা সাইফুল ইসলাম মানিক, ব্যবসায়ী শামসুল আলম প্রমুখ ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ছমিদিয়া মাদ্রাসার পরিচালাক মাওলানা আমিনুল উল্লাহ।