মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা’র অবসরজনিত বিদায় উপলক্ষে মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, প্রধান শিক্ষক দীলিপ কুমার দেব, এম.কে. আজাদ, বিপ্লব বিজয় চক্রবর্তী, মো. ওবায়দুল হক, মংশেপ্রু মারমা, মো. বশির আহম্মদ, মো. হুমায়ন কবীর, সুপর মাও. বেলাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
শিক্ষক অজিত কুমার নাথ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষক মো. আতিউল ইসলাম। এছাড়াও বড় ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিজয় চক্রবতী, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে. আজাদ, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, বিদায়ী অতিথি খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে বিদায়ী অতিথি’র হাতে সন্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।