এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী তুরাগ নদীর তীর ঘেঁষে অবৈধ স্থাপনা উচ্ছেদ এর কাজ চলছে। গত পাঁচ মাস আগে যে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে সেগুলো আবার কিছু অসাধু লোক ঘর নির্মাণ করে স্থাপনা তৈরি করে । তাই বিআইডব্লিটিএ লোকজন এসে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেছে।
তাছাড়া উচ্ছেদ অভিযানের জায়গায় কিছু ফলজ ও বনজ গাছ লাগিয়ে বিআইডব্লিটিএ জায়গা রক্ষা করার চেষ্টা করছেন।
এছাড়া তুরাগ নদীর সীমানা দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলার কারণে একটি সমিলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আব্দুল্লাপুর ইনডিগো ওয়াশিং এর কিছু অংশ বিআইডব্লিটিএ জায়গা থাকার কারনে অভিযান পরিচালনা করতে গেলে কারখানার কতৃপক্ষ আরো দুই মাস সময় আছে মর্মে কাগজ দেখান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুব জামিল বলেন এ পর্যন্ত আমরা যত বাড়ি এসেছি ততবারই উচ্ছেদ অভিযান হয়েছে। কিন্তু আমরা চলে গেলেই তারা আবার অবৈধ ঘর নির্মাণ করে। তাই আজকে আমরা কিছু কিছু জায়গায় উদ্ধার অভিযান চালিয়েছি ও জরিমানা করেছি। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।