মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাসে প্রতিষ্ঠিত অন্যতম রক্তদানকারী অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “লাইফ সেভিং ব্লাডকেয়ার কমিউনিটি” এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ করা হয়েছে।
‘গাছে গাছ সবুজ দেশ, গড়বো সোনার বাংলাদেশ’-এ স্লোগানে শুক্রবার বিকেলে উপজেলার বলরামপুর, পাঙ্গাশিয়া, ও মাছিমপুর টু বাতাকান্দি সড়কে গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সজীব সরকার, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলমগীর সরকার
মোঃ জুয়েল খান, মোঃজাহাঙ্গীর আলম, মোঃ আতাউর রহমান ,মোঃ সাহাবুদ্দিন, মোঃ সজল খন্দকার, মোঃ আব্দুল হক, মোঃ ইসমাইল, মোঃ আল-আমিন, মোঃ জুয়েল সিকদার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ সজীব আহমেদ, মোঃ আরিফিন সোহেল ও মোঃ সাকিব হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি বলেন, আমাদের সংগঠন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে বৃক্ষ রোপণের কাজ হাতে নিয়েছি। এ কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো উত্তর বলরামপুর প্রাথমিক বিদ্যালয়, বাচ্চু মিয়া প্রিক্যাডেট স্কুল এন্ড কলেজ এবং বিভিন্ন এলাকার সড়কে বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়।