মোঃ জুয়েল রানা, তিতাসঃ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের মাঠে শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় শোক দিবসে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে আলোচনা করা হয়।
সভায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে আলোচনা সভায় অংশ নেয় শিক্ষক-শিক্ষিকা ও অতিথিবৃন্দ।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ শহিদুল বাশার।