আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় উপজেলায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি ব্রাশ ফায়ারে মা নিহত ও ছেলে আহত হয়েছে। শনিবার (১৫আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার বাবুছড়ার সোনা মিয়ার টিলার ৮১২ বাঙ্গালী পরিবারের ভূমি রক্ষা কমিটির সভাপতি মোঃ আবদুল মালেকের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মোঃ আঃ মালেক বলেন, ঘুমন্ত অবস্থায় হঠাৎ গুলি শুরু হয়, আমরা দ্রুত খাট থেকে নিচে নামি। আমার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) এর কোমরে ও ছেলে আবদুল আহাদ (১১) মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর চলে ব্রাশ ফায়ার। আমার সন্তানের মাথায় একটি গুলি লাগে। গুলি থামলে আমি আমার স্ত্রীকে নিয়ে দিঘীনালা সদর হাসপাতালে ভর্তি করি। সে রাঁত ২টার পরে মারা যান। দীর্ঘদিন ধরেই স্থানীয় একটি গ্রুপ তার উপর হামলা করার হুমকি দিয়ে আসছিলো। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
এ ব্যাপারে ইউপিডিএফের বক্তব্য নেয়ার জন্য তাদের প্রেস সেকশনের দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমার
মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। এতে মোর্শেদা ও তার ছেলে মোঃ আহাদ (১০) গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোর্শেদাকে মৃত ঘোষণা করেন। আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা জানা যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।