এফ এ নয়ন:
বাংলাদেশ পুলিশ’র ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।
বদলীকৃত কর্মকর্তাগণ হলেন– বাংলাদেশ পুলিশে একাডেমী সারদা, রাজশাহীর উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ আবদুল্লাহেল বাকী পিপিএম, এনডিসি কে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি, ঢাকা, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম কে উপ-পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহী, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদ বিপিএম, পিপিএম-সেবা কে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি, ঢাকা ও সিএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান বিপিএম-সেবা, পিপিএম-সেবা কে উপ-পুলিশ মহাপরিদর্শক শিল্পাঞ্চল পুলিশ ইউনিট, ঢাকা হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে।
এছাড়াও পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) কে উপ-পুলিশ মহাপরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, সিআইডি’র উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ পিপিএম-সেবা কে অতিরিক্ত মহাপরিচালক র্যাব এবং ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম-সেবা কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে।
আজ (সোমবার) ৩১ আগস্ট, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলী/পদায়ন করা হয়।