তোমায় ঘিরে স্বপ্ন দেখি
গল্প কি’বা কাব্য লিখি।
প্রদীপ জ্বেলে দেই খুলে দেই দোর,
আমি আশা জাগা প্রবল নিশাচর।
তুমি প্রযুক্তিতে রইলে পড়ে মত্ত বিভোর।
তোমার বিজয় মঞ্চে দাঁড়াব বলে
আজো চেয়ে আছি ভ্রান্তির ছলে,
চেয়ে দেখ ঐ রঙ্গিন চশমা খুলে
অমানিশার ঘোরে রয়েছো ভুলে।
এখনি সময় বোধের দুয়ার খুলো,
লক্ষপানে দুচোখ তোমার মেলো।
জীবনের পথে হেঁটে হেঁটে আজ,
সাথীদের মাথায় বিজয়ের তাজ।
উঠে এসো জীবনের এই মহারণে,
জিতবেই তুৃমি প্রত্যাশা খুব মনে।