আনোয়ার হোসেন শামীম,
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘গাইবান্ধাবাসী’র সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
৭ই আগষ্ট সকাল ১১ ঘটিকায় সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিশামত মালিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘গাইবান্ধাবাসী’র আর্থিক সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়। মালিবাড়ী ইউনিয়নের বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়৷ উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ফেসবুক ভিত্তিক ‘গাইবান্ধাবাসী’ গ্রুপের সদস্য তাইফুর রহমান ফুয়াদ, হামিম,রাগিব হাসান চৌধুরী,জাকারিয়া জিম, আল আমিন,মোকসুদ মাষ্টার, বায়োজিদ বাবুল, উপস্থিত থেকে বন্যা কবলিত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন।