নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদী থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বড়ইতলা ভেড়িবাঁধের ব্লকের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
শরণখোলা থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) এসএম আবুল বাশার জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারীর বয়স ২০ থেকে ৩০ বছর হবে । দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই। অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।