সাহিন সিকদার, বাহরাইনঃ
করোনা মহামারি পাদৃভাবে কারনে স্বল্প পরিসরে বাহরাইনের রাজধানী মানামায়, বাহরাইন সরকার কতৃক রেজিং সাংগঠন বাংলাদেশ সমাজ এর কায্যলয় আলোচনা সভারও দোয়া মাহফিল আয়োজন করা হয়,
উক্ত অনুষ্ঠানেঃ-
*প্রধান অতিথি ছিলেন – জহির উদ্দিন মোঃ বাবর- সভাপতি – বাংলাদেশ সমাজ।
*বিশেষ অতিথি – মঞ্জুর আহমেদ – সভাপতি আওয়ামিলীগ বাহরাইন।
*বিশেষ অতিথি- দুলাল দাস
সভাপতি – বঙ্গবন্ধু পরিষদ, বাহরাইন।
* বিশেষ অতিথি – আবুল হাসেম -উপদেষ্টা বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ, ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজ।
* বিশেষ অতিথি – আঃ রউফ খান- উপদেষ্টা ও সাবেক সভাপতি – বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ।
* বিশেষ অতিথি – আল মামুন -সভাপতি – শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, বাহরাইন।
* বিশেষ অতিথি – মোঃ কাউসার – মার্কেটিং এক্সিকিউটিভ, UAE Exchange.
# সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি – মোঃ সেলিম দড়ি।
# উপস্থাপনা ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন – পি,কে, আব্দুল্লাহ ( যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ)
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনঃ-
মোঃ রফিকুল ইসলাম হাজারী – সহ সভাপতি – বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ বাহরাইন,
মোঃ লোকমান হাজী – সহ সভাপতি।
মোঃ শাহীন খান-
প্রচার সম্পাদক।
মোঃ জুয়েল – সহ প্রচার সম্পাদক।
মোঃ মামুন খান –
ধর্ম বিষয়ক সম্পাদক ও
সদস্য মোঃ সাদ্দাম এবং আনোয়ার।
অনুষ্ঠানে বক্তাগন বঙ্গবন্ধুর জীবনী, তার অবদান, ও তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন, শেষে ১৫ অগাস্ট কাল রাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে, দোয়া ও মোনাজাতের পরিচালনা বাংলাদেশ আওয়ামিলীগ বাহরাইন এর সভাপতি মঞ্জরুল আহম্মেদ মনজু।