মোঃ সাইফুল্লাহঃ মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর এলাকায় হাফেজ মাহামুদ মজনু (৩৫) নামে করোনা পজেটিভ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার রউফ মোল্যার ছেলে।
গতকাল ৩ আগষ্ট রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষায় নমুনা দিলে তার কোভিড-১৯ পজেটিভ আসে। করোনায় আক্রান্ত হয়ে তিনি বাড়িতে চলে আসেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, মজনু ফরিদপুরে একটি বেকারীতে চাকুরী করতেন। সেখান থেকে তার শরীরে ভাইরাস পজেটিভ হয়। মৃত্যুর পর মহম্মদপুরের গোপালপুরের নিজ এলাকায় মরা দেহ নিয়ে আসেন স্বজনরা।
আজ ৪ আগষ্ট মঙ্গলবার সকালে মজনুর লাশ দাফনের জন্য পার্শ্ববর্তী হরেকৃষ্ণপুর গোরস্থানে দাফনের জন্য নিয়ে গেলে স্থানীয়রা বাধা দেন। তাদের আশঙ্কা জনবসতির পাশের কবরস্থানে দাফন করলে করোনাভাইরাস ছড়িয়ে পড়বে।
পরে পুলিশ ও ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে মহম্মদপুর সদরের পূর্বনারায়নপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।