মোঃ সাইফুল্লাহ ঃ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক গাড়িতে ব্যাটারি বিস্ফোরণে দুই কন্যা সন্তানের জনক ইমরান (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে । সে ওই গ্রামের সুলতান মল্লিকের ছেলে ।
জানা গেছে, গতকাল বুধবার সারাদিন অটো চালিয়ে বাড়িতে গিয়ে অটো চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে । আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ইজিবাইকের চার্জার থেকে লাইন খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায় । বিদ্যুতায়িত গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায় এবং ইমরান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে ।
এ ঘটনায় স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল জানান , এই লাশের ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ নেই সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে । যে কারণে আমরা লাশ দাফন করার নির্দেশ দিয়েছি।
হঠাৎ করেই এই দূর্ঘটনায় ইমরানের মৃত্যুতে নাকোল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।