মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়িতে যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর আয়োজন করেছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকাবহ ঘটনার তাৎপর্য্য তুলে ধরেন বক্তারা।
দিবসের অনুষ্ঠানমালা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ক্ষুদ্র নৃ-গোষ্টি বারো পরিবারের জন্য আবাসন/গৃহ নিমার্ণ প্রকল্পে উপজেলার বারো পরিবারের মাঝে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভূমিহীন পরিবারে ক্ষুদ্র নৃ-গোষ্টির জন্য আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে বারোটি ক্ষুদ্র নৃ-গোষ্টি দরিদ্র পরিবারে গড়ে ৫ লক্ষ ৫৩ হাজার ৯২ টাকা ব্যয়ে মান সম্মত ও আধুনিক ডিজাইনে বাসগৃহ নির্মিত হয়। ফলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে উপজেলার সুবিধাভোগী ১২ পরিবারকে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তিনটহরী ইউনিয়নের মংরে মারমার হাতে বাসগৃহের চাবি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন অতিথিরা।
প্রধানমন্ত্রীর উপহান বাসগৃহের চাবি পেয়ে আবেগ আপ্লুত হয়ে মংরে মারমা বলেন, স্বপ্নেও ভাবিনি জীবনে কোন দিন পাঁকা ভবনে থাকতে পারব। যা ছিল স্বপ্ন আজ তা বাস্তবে পূরণ হলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আমরা মনপ্রাণ খুলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আর্শিবাদ করি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।