শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে১১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির ৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।২৪ আগস্ট সোমবার সকালে রাউজান উপজেলা সম্মেলন কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে এসব উপবৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মনিরুল ইমলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ হারুন,রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ,যুব উন্নয়ন অফিসার শাহ্ ই-জাহান প্রমুখ।