মানবতা আজ বড় অসহায়,
আছে হুমকির মুখে।
যেথায় জীবন্ত মানুষগুলো,
মরছে হায় ধুঁকে ধুঁকে।
ন্যায় বিচার নেই তো কোথায়,
নেই তো বাক স্বাধীনতা।
স্বাধীন দেশে বন্দী মোরা,
মানছি পরাধীনতা।
মানুষ নামের অমানুষ মোরা,
করছি বিবেকহীন কাজ।
শিক্ষিত মোরা হচ্ছি তব,
উঠে যাচ্ছে এলেম ও লাজ।
শিক্ষিত মোরা কাগজে কলমে,
মন রয়েছে কুশিক্ষার তরে।
আপন তরে অনেক জীবন,
অকালে যাচ্ছে ঝরে।
সাদাকে মোরা কালো করি,
যদি থাকে আপন স্বার্থ।
বেলা পুরালে কর্ম দোষে,
আমরা সবাই ব্যার্থ।
মানবতা তুমি হারিয়ে গেছো,
মানুষ নামের পশুর ভিড়ে।
যেখানে অমানুষগুলো একে অন্যের,
শরীরটা খায় চিড়ে।
মানবতা তুমি হারিয়ে গিয়েছো,
আইয়ামে জাহিলিয়াতের যুগে।
মানতা তুমি ইসলামকে,
করেছো অনেক ভাগে।
মানবতা তুমি নেই তো কোন,
মাজলুমানের দলে।
যারা জীবন দিতে সদা প্রস্তুুত,
তোমার বিশ্ব নিখিলে।
মানবতা তুমি কার জন্য,
সাগর রুনি কিংবা তনু বোনের।
মানবতা তুমি হতে পারো নি,
কখনও কোনো দুঃখি জনের।
মাবতা তুমি কবে হবে,
মুক্তমনা আর স্বাধীন।
মানহীন মানবতার তরে,
হয়ে আছি আজও পরাধীন।