লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে সকাল ১১ ঘটিকায় পিএফ অফিস প্রাঙ্গনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, স্যানিটারি ন্যাপকিন বিতরন ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে ” বৈশ্বিক উন্নয়নে যুবদের সম্পৃক্ততা” এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটির উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, বৃক্ষরোপণ কর্মসূচি,স্যানিটারি ন্যাপকিন বিতরন, পরিবার পরিকল্পনা পর্যালোচনা উপর তাৎপর্য ও গুরুত্ব আরোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবন কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সুরেন্দ্র কুমার বর্মা, ও সুব্রত রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফ এর প্রোগ্রাম অফিসার শাহনাজ বেগম স্মৃতি, ইয়ুথ গ্রুপের সদস্য মোঃ স্বাধীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়ুথ গ্রুপের সদস্য মোছা: মোনালিসা বেগম।