মোঃ জাহিদ,হোসেন লালমনিরহাটঃ
লালমনিরহাটে জুয়া খেলায় বাধা দেয়ায় ৩০ বাড়ী ভাংচুর ৫ জন অাহত। পরিস্হিতি নিয়ন্তনে পুলিশ উভয় পক্ষের ৬ জন কে অাটক করেছে।
জানা গেছে লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের বালাটারী ও তেলীপাড়া গ্রামে জুয়া খেলায় বাধা দেয়ায় একই ইউনিয়নের অামিনটারী ও ঝাকুয়াটারী গ্রামের সোহাগ, ফুলবাবু, অারিফুল, অানোয়ার, ভোলা, অালম, প্রিন্স, অাশরাফুল, অাব্দুল কাদের ও অাব্দুল হামিদের নেতৃত্বে অামিনটারী ও ঝাকুয়াটারী গ্রামের প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলা লাঠি, ছোড়া, বল্লম দিয়ে পাশ্বঁবতী বালাটারী ও তেলীটারী গ্রামের ৩০ টি বাড়ীতে হামলা চালায় এসময় ৪ টি মোদির দোকান লুট -পাট করা হয়েছে। তাদের মার- পিটে ৫ জন অাহত হয়। এরা হলোঃ হেবলা, নোন্দাই পাগলা, লালো বেগম, জান্নাতী ও অামিনুর গুরুত্বর অাহত হলে এদের মধ্যে ৩ জন কে লালমনিরহাট সদর হাসপাতালে ভতি করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদশী সৃএে জানা যায়, প্রতিদিনের ন্যয় রোববার সকাল থেকে বালাটারী গ্রামে জুয়া খেলা য় মেতে উঠে হামলাকারীর নেতৃত্বদানকারী কয়েক জন নেশাখোর যুবক। তাদের জুয়া খেলায় বাধা দিলে জুয়ারিরা ক্ষিপ্ত হয়ে বিকেল থেকে সোমবার ভোর রাত পযন্ত লাঠি, ছোড়া, বল্লম দিয়ে দফায় দফায় হামলা চালায় এতে ৩০ টি পরিবারের ৩০ টি বাড়ী ভাংচুর করে এবং ৪ টি মোদির দোকান লুট- পাট করেছে। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ পরিস্হিতি নিয়ন্তনে অানেন এবং উভয় পক্ষের ৬ জন কে অাটক করা হয়েছে। এদিকে হারাটী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার ও জাতীয় পাটির প্রবিন নেতা মন্জু দফায় দফায় গ্রাম্য – শালিশ করে ব্যথঁ হলে। এঅালোচিত ঘটনার ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। এমন হামলার ঘটনায় এলাকাজুরে থম থমে বিরাজ করছে। তবে অাবারো হামলার অাশংকা রয়েছে বলে একাধিক এলাকাবাসী জানান।